মঙ্গলবার | ১৭ সেপ্টেম্বর, ২০২৪ | ২ আশ্বিন, ১৪৩১

গবরা ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি প্রদান

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে আব্দুল আজিজ গবরা ফাউন্ডেশনের উদ্যোগে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার (৮ সেপ্টেম্বর ২০২৩) উপজেলার গৌরীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে লেখাপড়ায় আগ্রহ সৃষ্টির প্রয়াসে ২৬ জন শিক্ষার্থীকে মোট এক লাখ ৪ হাজার ৭০০ টাকা শিক্ষা সহায়তা বৃত্তি দেওয়া হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ গবরার সন্তান রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপ-সচিব) সৈয়দ মোস্তাক হাসান বিপুল।


বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হারুনুর রশিদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম, সহকারী প্রধান শিক্ষক মো. জুলফিকার আলী, সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম, জ্যেষ্ঠ প্রভাষক মো. রফিকুল আলম প্রমুখ।
শিক্ষার্থীদের উদ্দেশ্য করে সৈয়দ মোস্তাক হাসান বিপুল বলেন, লেখাপড়া করে স্বাবলম্বী হওয়ার সাথে সাথে ভালো মানুষ তৈরি হতে হবে। ধনসম্পদ অর্জন নয় মানুষের সঙ্গে সৌহার্দ্য সম্প্রীতি তৈরি করতে হবে। স্ব স্ব এলাকার লোকদের প্রতি যোগাযোগ ও সহমর্মিতার মনোভাব তৈরি করতে হবে। তবেই প্রকৃত শিক্ষা অর্জিত হবে।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, প্রতিবছর শিক্ষা বৃত্তি প্রদান ছাড়াও এই কলেজে ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ১০ লাখ টাকা ব্যয়ে একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে। এছাড়া ২০২২ সালের ১৩ আগস্ট ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ফাউন্ডেশনের উদ্যোগে আব্দুল আজিজ থেরাপী এন্ড রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশন চালু করা হয়েছে। যার মাধ্যমে বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীরা বিনামূল্যে ও সাধারণ মানুষ অত্যন্ত কম খরচে সেবা নিচ্ছেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.