মঙ্গলবার | ২৪ সেপ্টেম্বর, ২০২৪ | ৯ আশ্বিন, ১৪৩১

শুভাশিস

– সুমা পারভীন :
কেবলই প্রয়োজনে বন্ধুত্ব,
বিড়ম্বনা বাড়ায়।
অন্ধকার ছড়ায়
আলোর পৃথিবীতে।
শুধুমাত্র প্রয়োজনেই বন্ধুত্ব,
সৃষ্টি করে বিভেদের প্রাচীর।
আকাশচুম্বী সে প্রাচীর
টলে না কোনদিনই।
তাই ভেবেছি,
নিজেকে নিঃশব্দে সন্তর্পণে বন্দী করে রাখবো।
সকলের সাথে নিজ স্বার্থের প্রয়োজনে কথা
এখন বড্ড অপ্রয়োজনৃ
প্রাচুর্য আর গর্ব নেই!
তাই শুভেচ্ছাটুকু নিতেও ভয় হয় খুব।
ভাবছি,
শঙ্খনীল কারাগারে নিজেকে বন্দী করে রাখবো উপযাচক হয়ে,
কী প্রয়োজন কথা বলার?
কীইবা প্রয়োজন শুভেচ্ছাটুকু জানাবার?
মানুষের এই পৃথিবীতে কজনই’বা মানুষ আছে!
মানুষ হওয়া অনেক কঠিন।
হয়তো মানুষ হতে পারেনি এখনো,
তাই নিঃশব্দে প্রস্থান নেব অচিরেই-
সব… সবকিছু থেকে।
কুমিরের মায়াকান্নার এ পৃথিবীতে,
আড়ম্বরহীন এ জীবন হতে,
লোক দেখানোর সমস্ত আয়োজন হতে,
সকল মিথ্যার অবসান ঘটিয়ে,
তোমরা যারা আগামীতে বেঁচে থাকবে,
ভালো থেকো,
আনন্দে থেকো,
সেই শুভাশিস রইল।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.