বৃহস্পতিবার | ২ জানুয়ারি, ২০২৫ | ১৮ পৌষ, ১৪৩১

লালপুরে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুরে ঢাকা থেকে ছেড়ে আসা  দ্রতযান এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে মোস্তাফিজুর রহমান চঞ্চল (৩৬) নামে এক ট্রেনযাত্রী নিহত হয়েছেন।
শনিবার (১২অক্টোবর) রাত আড়াইটার দিকে উপজেলার এবি ইউনিয়নের ডহরশৈলা বাইপাস স্টেশন এলাকায় এঘটনা ঘটে। নিহত চঞ্চল কুষ্টিয়া সদরের আসাননগর গ্রামের ওয়াসেকের ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, ঢাকা হইতে রংপুরগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন যাত্রী চঞ্চল ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হোন, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানা  পুলিশ একটি ইউডি মামলা রজু করে সকাল এগারো টার দিকে নিহতের পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করেছেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.