বুধবার | ২৯ জানুয়ারি, ২০২৫ | ১৫ মাঘ, ১৪৩১

লালপুরে গোয়ল ঘরের তালা ভেঙ্গে মহিষ চুরি আহত ১

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুর উপজেলার রুইগাড়ি গ্রামে নাজিম উদ্দিন নামের এক কৃষকের গোয়াল ঘর থেকে একটি মহিষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা ওই গ্রামের জুয়েল (৩০) নামের একজনকে পিটিয়ে জখম করেছে। বৃহস্পতিবার (১৭অক্টোবর ) গভীর রাত সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে।
কৃষক নাজিম উদ্দিন জানান, রাত সাড়ে তিনটার দিকে কয়েক জন চোর তার গোয়াল ঘরের তালা ভেঙ্গে এক জোড়া মহিষ চুরি করে বাইরে নিয়ে যায়। এসময় তারা চিৎকার ও ডাকা ডাকি শুরু করলে চোরেরা পিক আপ ভ্যানে করে একটি মহিষ নিয়ে পালিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ২লক্ষ টাকা। মহিষ নিয়ে পালানোর সময় বাধা দেওয়ায় চোরেরা জুয়েল নামের এক জনের মাথায় আঘাত করে। আহত জুয়েলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জুয়েল রুইগাড়ি গ্রামের হারুন সরকারের ছেলে।
লালপুর থানার ওসি নুরুজ্জামান জানান, এঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে । তদন্ত চলছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.