শুক্রবার | ৩ জানুয়ারি, ২০২৫ | ১৯ পৌষ, ১৪৩১

স্কুল থেকে লাশ হয়ে বাড়ি ফিরলো শিশু ইমা খাতুন

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে স্কুল ছুটির পর লাশ হয়ে বাড়ি ফিরলো ইমা খাতুন (৭) নামে এক শিশু শিক্ষার্থী। পথে মাইক্রো চাপায় ঘটনাস্থলেই নিহত হয়।
বুধবার (২৩ অক্টোবর ২০২৪) দুপুর ১টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের তিলকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমা তিলকপুর ভাটপাড়া গ্রামের ইমরান হোসেনের মেয়ে। সে চামটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল।


নিহত ইমার বাবা ইমরান জানান, ভাটপাড়া গ্রামে কোন প্রাথমিক বিদ্যালয় না থাকায় মেয়েকে নানার বাড়ি তিলকপুরে রেখে চামটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করে দেন। প্রায় ৪ বছর ধরে ইমা তার নানা নানীর কাছে থাকে। দুপুরে লোক মারফত জানতে পারেন সড়ক দুর্ঘটনায় ইমার মৃত্যু হয়েছে।
ঈশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু বলেন, স্কুল ছুটি হওয়ার পর বাড়ি আসার সময় চামটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০০ গজ পশ্চিমে ঈশ্বরদী হতে লালপুরগামী অজ্ঞাত একটি মাইক্রোবাস পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশু ইমা খাতুন মৃত্যুবরণ করে।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, স্কুল ছুটির পর সহপাঠীদের সঙ্গে বাড়ি ফেরার পথে একটি মাইক্রোবাস ওই শিশু শিক্ষার্থীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.