বৃহস্পতিবার | ২ জানুয়ারি, ২০২৫ | ১৮ পৌষ, ১৪৩১

পদ্মায় চাইনা দুয়ারী ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

নাটোর প্রতিনিধি :
পদ্মা নদীতে মা ইলিশ ধরা বন্ধের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ১৫০টি চাইনা দুয়ারী ও ৪০০০ মিটার কারেন্ট জাল আটক পুড়িয়ে ফেলা হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর ২০২৪) নদীতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল আক্তারের ভ্রাম্যমান আদালত। পদ্মা পাড়ে জব্দকৃত প্রায় ৬ লাখ টাকা মূল্যের অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। সেই সাথে উদ্ধারকৃত ৩ কেজি ইলিশ মাছ উপজেলার লক্ষীপুর রওজাতুন উলুম মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে দেওয়া হয়।


এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম নাজিম উদ্দিনসহ নৌ পুলিশ ও লালপুর থানা পুলিশ সদস্য।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম নাজিম উদ্দিন বলেন, আগামী ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ রক্ষায় প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশ প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.