বৃহস্পতিবার | ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১

২ সেপ্টেম্বর মঞ্চায়ন নাটক মাইলপোস্ট

নিজস্ব প্রতিবেদক।।
আগামী ২ সেপ্টেম্বর নাটোর জেলা শিল্পকলা একাডেমিতে উদ্বোধনী মঞ্চায়ন হতে যাচ্ছে চিরায়ত বাংলা নাটক ‘মাইলপোস্ট’। ইতোমধ্যে নাটকের মহড়া ও অন্যান্য প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ের দিকে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশব্যাপী ৬৪ জেলায় চিরায়ত বাংলা নাটক মঞ্চায়নের অংশ হিসেবে নাটোরে এই নাটক মঞ্চস্থ হতে চলেছে। দেশব্যাপী চিরায়ত বাংলা নাটক মঞ্চায়নের মূল ভাবনা ও পরিকল্পনায় আছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি।
সাঈদ আহমেদ রচিত ‘মাইলপোস্ট’ নাটকটি নির্দেশনা দিচ্ছেন জেলা কালচারাল অফিসার রাকিবিল বারী এবং সহনির্দেশকের দায়িত্ব পালন করছেন জেলা শিল্পকলা একাডেমির নাট্যকলা প্রশিক্ষক সৈয়দ মাসুম রেজা।
জেলা শিল্পকলা একাডেমি রেপার্টরি নাট্যদল পরিবেশিত নাটকটিতে ডাকপিওন চরিত্রে অভিনয় করেছেন নাটোরের সিনিয়র অভিনেতা অধ্যাপক আশিষ কুমার সান্যাল, গোরখোদক চরিত্রে রফিকুল ইসলাম নান্টু, মা-এর চরিত্রে মৌসুমী ভট্টাচার্য/আফসানা মিমি, বড় ছেলের চরিত্রে প্রদীপ কুমার সাহা, ছোট ছেলের চরিত্রে জাহিদুল ইসলাম জনি/দেবব্রত সরকার, দিব্য পুরুষ চরিত্রে ওয়াসিম আকরাম শুভ্র এবং চৌকিদার চরিত্রে রাকিবিল বারী।
এছাড়াও আলোক পরিকল্পনায় দায়িত্বে আছেন রাকিবিল বারী ও হুমায়ুন কবির টুটুল এবং পোশাক পরিকল্পনায় আফসানা মিমি।
নাটকটিতে সংগীত প্রয়োগে কাজ করেছেন সৈয়দ মাসুম রেজা, অন্বেষা দেবনাথ, অন্বেষা অপরাজিতা ও আফসানা মিমি।
প্রযোজনা নির্মাণ ও মঞ্চায়ন নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন আলি আহমেদ মুকুল।
নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হবে ২ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা সাতটায়।
স্থান : জেলা শিল্পকলা একাডেমি, নাটোর।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.