বুধবার | ২২ জানুয়ারি, ২০২৫ | ৮ মাঘ, ১৪৩১

জাগরনী স্পোর্টিং ক্লাবের ৩০ বছরে পদার্পণ

নিজস্ব প্রতিবেদক :
শুক্রবার (২৫ অক্টোবর ২০২৪) জাগরনী স্পোর্টিং ক্লাবের ৩০ বছরে পদার্পণ উপলক্ষে সরদার স্পোর্টস, ঈশ্বরদী বনাম জাগরনী স্পোর্টিং ক্লাব, লালপুরের মধ্যকার টি-২০ খেলায় জাগরনী স্পোর্টিং ক্লাব ৮ উইকেটে জয় লাভ করে। অভিনন্দন জাগরনী স্পোর্টিং ক্লাবকে অনেক অনেক। খেলায় ৩৪ বলে ৫৪ রান করে ডা. আহমেদ রিজভী (সহকারি রেজিস্টার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল) ম্যান অফ দ্য ম্যাচ এর পুরষ্কারে ভূষিত হন,অভিনন্দন অনেক।
১৯৯৫ সালে আব্দুল ওয়াদুদ, মো. মামুনদের হাত ধরে জাগরনী স্পোর্টিং ক্লাবের পথচলা, দীর্ঘ এই পথে দলটাকে এই পর্যন্ত নিয়ে আসতে দলের সকল খেলোয়াড়দের অবদান অনেক। সাবেক ও বর্তমান প্লেয়ার ও সকল শুভাকাক্সক্ষীদের অংশগ্রহনেই ক্লাবটি আজকে এই অবস্থায় পৌঁছাতে সক্ষম হয়েছে।
খেলাটি ছিল জেআরবি ইটভাটা, মহেষপুর মাঠে। মো. বারাকাতুল্লাহ তুষার ও মেধাবী স্টুডেন্ট মো. মেহেদী খেলাটি সুন্দরভাবে পরিচালনা করেন। তাদেরকে জাগরনী স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও সৌজন্য উপহার তুলে দেওয়া হয়। আতিক অনেক দিন পর জাগরনীর হয়ে খেলতে আসায় তাকে সুন্দর একটা উপহার তুলে দেন বারাকাতুল্লাহ তুষার।
খেলায় শুরুতে টসে জিতে সরদার স্পোর্টস এর দলীয় অধিনায়ক প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। তবে শরিফুল, রনি ও টোকনের দারুন নিয়ন্ত্রিত বোলিং এ পাওয়ার প্লেতে খুব বেশি রান তুলতে সক্ষম হয় না তারা। ৬ ওভার শেষে দলীয় রান দাঁড়ায় ৪৫/২। পরে আতিকের দারুন এক স্পেলে খুব বেশি চাপে পড়ে যায় সরদার স্পোর্টস। আতিক ৪ ওভারে ২৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। পরে আকাশ, শরিফুল হুজুরদের দারুন বোলিংয়ে চপল, লিপু, ইজাজদের নিয়ে গড়া ভরসার ব্যাটিং স্তম্ভ ও ভেঙ্গে পড়ে কাচের ঘরের মত। জাগরনীর নিয়ন্ত্রিত বোলিং ও ফিল্ডিং নৈপুণ্যে ১৮.৪ ওভারেই ৯৭ রানে অল আউট হয়ে যায় সরদার স্পোর্টস। সরদার স্পোর্টসের হয়ে হাসান শরিফ ২৫ ও শাহীন ২১ রান করেন। রান কম হওয়ার পেছনে আসলে সকালের আবহাওয়াটাও অনেক বেশি দায়ী, কারন যথেষ্ট মেঘলা ছিল সেই সময়ে। আর আগের রাতেই গুড়ি গুড়ি করে বৃষ্টি ও হয়েছিল।
২০ ওভারে ৯৮ রানের জবাবে ব্যাট করতে নেমে জাগরনীকে এক উড়ন্ত সূচনা এনে দেন আরাফাত ও রিজভী। মাত্র ৯.২ ওভারেই ৯৮ রানের লক্ষে ২ উইকেট হারিয়ে পৌঁছে যায় জাগরনী। আরাফাতের সাথে রিজভীর পার্টনার শিপটা দারুন ছিল, খুব সুন্দর সাপোর্ট দিয়ে আরাফাত রিজভীকে এগিয়ে নিচ্ছিল খেলায়। যেহেতু কম রানের টার্গেট ছিল পাশাপাশি আকাশে রোদও উকি দিচ্ছিল, তখন বল ও বাউন্স আসছিল অনেক, ফলশ্রুতিতে অফ সাইড ও লেগ সাইড মিলিয়ে দারুনভাবে ৩৪ বলে ৫৪ রান করে নট আউট থাকে রিজভী। খেলার পরে এই জয়ে এবং দারুনভাবে অনেক দিন পর রান পাওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া জানান অনেক। ডা. রিজভী ঢাকাতে যাওয়ার পর এটাই তাদের প্রথম ম্যাচ এবং এই ২৪/২৫ সেশনে জাগরনীর এটা টানা ৩ ম্যাচে ৩ জয় আলহামদুলিল্লাহ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.