শুক্রবার | ২৭ ডিসেম্বর, ২০২৪ | ১২ পৌষ, ১৪৩১

নর্থ বেঙ্গল সুগার মিলের ৯২তম আখ মাড়াই শুরু

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের ৯২তম আখ মাড়াই (২০২৪-২০২৫) মৌসুম শুরু হয়েছে। প্রধান অতিথি শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান কেইন কেরিয়ারে আখ ফেলে মাড়াইয়ের উদ্বোধন করেন।
শুক্রবার (১৫ নভেম্বর ২০২৪) বিকাল ৪.১৫ টায় এ উপলক্ষে মিলের কেইন কেরিয়ার প্রাঙ্গণে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা। বক্তব্য রাখেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (বিএসএফআইসি) পরিচালক এ টি এম কামরুল ইসলাম, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মো. মারুফাত হোসাইন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ খবির উদ্দিন মোল্যা। আরও বক্তব্য রাখেন, ২০২৩-২০২৪ মৌসুমে সর্বোচ্চ আখ সরবরাহকারী চাষী হাসান রাজা, মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়ন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু।


প্রধান অতিথির বক্তব্যে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দেশের রাষ্ট্রায়াত্ত খাতের বন্ধ চিনিকলগুলো পুণরায় চালু করা হবে। বন্ধ চিনিকলগুলো কিভাবে চালু করা যায়, সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। গঠন করা হয়েছে একটি টাস্কফোর্স কমিটি।
‘এ কমিটি বন্ধ চিনিকলগুলো চালু করার প্রতিবন্ধকগুলো পর্যবেক্ষণ করছে’ উল্লেখ করে আদিলুর রহমান খান বলেন, ‘জনগণ পাশে থাকলে সমন্বিত শক্তির উদ্যোগ গ্রহণের মাধ্যমে, সাহসিকতার সাথে এ বিষয়ে সফল হতে চাই। সেই আকাংখা নিয়ে কাজ করছি।’
উপদেষ্টা বলেন, ‘দেশের পিছিয়ে পড়া এলাকায় কলকারখানা কম থাকায় জীবন-জীবিকার পরিবর্তন আনার ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়েছে। এ চ্যালেঞ্জ মোকাবেলায় সামগ্রিকভাবে আমরা উদ্যোগ নিতে চাই। আমরা যদি সামগ্রিকভাবে চেষ্টা করি, নিশ্চয়ই আমরা পরিবর্তনের ধারা শুরু করে যেতে পারবো। রাষ্ট্র পরিচালনায় এরপরে যারা আসবেন, তারা এই ধারাকে এগিয়ে নিয়ে যাবেন। এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।’
শিল্প উপদেষ্টা জানান, দেশের চিনিকলগুলোর উৎপাদন বৃদ্ধি করে আমদানি নির্ভরতা কমিয়ে আনার চেষ্টা করছেন তাঁরা। যাতে দেশের মানুষ দেশের চিনি খেতে পারে। অন্তর্র্বতী সরকার অনেক কিছু করে ফেলবে-এটা ভাবা ঠিক নয়। এ সরকারের লক্ষ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলের হাতে ক্ষমতা হস্তান্তর। এ লক্ষ্যেই আমরা কাজ করছি।
তিনি বলেন, জনগণ পাশে থাকলে সমন্বিত শক্তি, উদ্যোগ গ্রহণ এবং সাহসের মাধ্যমে সফল হতে চাই। সেই আকাঙ্ক্ষা নিয়ে কাজ করছি। আমরা সবাই মিলে পরিবর্তনের ধারা চালু করতে চাই। পরবর্তীতে যারা রাষ্ট্রক্ষমতায় আসবেন তারা তা অব্যাহত রাখবেন।
উপস্থিত ছিলেন, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান, লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, মিলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি উজ্জল হোসেন, আখচষী নেতা আনসার আলী দুলাল প্রমুখ। এ ছাড়াও আখচাষী, মিলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মিল সূত্রে জানা যায়, চলতি মাড়াই মৌসুমে ২ লাখ মেট্রিক টন আখ মাড়াই করে ১৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন মাড়াই কর্মক্ষমতা নিয়ে ১১৭ কর্ম দিবসে ১৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৭ দশমিক ৫ ভাগ। চলতি মৌসুমে এই মিলে ১৭ হাজার ৫০০ একর জমিতে আখ রোপন করা হয়েছে। এর মধ্যে মিলের নিজস্ব জমি রয়েছে ২ হাজার ৫০০ একর। গত বৃহস্পতিবার থেকে মিল গেট ও মিলের ৩১টি ক্রয় কেন্দ্রের মাধ্যমে আখ কেনা শুরু হয়েছে। এ বছর প্রতি মন আখের মূল্য ধরা হয়েছে মিল গেটে ২৪০ টাকা ও ক্রয় কেন্দ্রে ২৩৭ টাকা।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.