শুক্রবার | ১৩ ডিসেম্বর, ২০২৪ | ২৮ অগ্রহায়ণ, ১৪৩১

২৯ বছর পর শিক্ষকের টিউশনির টাকা পরিশোধ করলেন ছাত্রী

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
দীর্ঘ ২৯ বছর পর শিক্ষকের টিউশনির টাকা পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন এক ছাত্রী। রোববার (১৭ নভেম্বর ২০২৪) বিকালে এমন ঘটনাটি ঘটেছে নাটোরের বাগাতিপাড়ায়। তবে শিক্ষক-ছাত্রী দুজনেই তাদের নাম পরিচয় প্রকাশ করতে অনিচ্ছা প্রকাশ করেছেন। বর্তমানে ওই ছাত্রী নিজেও শিক্ষকতা করছেন। আর শিক্ষক একটি সরকারি উচ্চ বিদ্যালয়ে চাকরি শেষে অবসরপূর্ব ছুটিতে রয়েছেন।
ওই ছাত্রী জানান, তিনি ১৯৯৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। ১৯৯৫ সালে তিনি ওই শিক্ষকের কাছে উচ্চতর গণিত বিষয়ে প্রাইভেট পড়তেন। সেসময় সব মাসের টিউশন ফি পরিশোধ করলেও শেষ মাসের টাকা পরিশোধ করতে পারেননি। বিষয়টি নিয়ে মাঝে মধ্যেই তার মনের মধ্যে অপরাধবোধ কাজ করতো। রোববার বেলা পৌনে ৫ টার দিকে হঠাৎ বাসার পাশ দিয়ে তার সেই শিক্ষককে হেঁটে যেতে দেখে স্বামীকে দিয়ে ডাকান। এরপর প্রিয় সেই শিক্ষকের কাছে বিষয়টি খুলে বলেন এবং বকেয়ার টিউশন ফি পরিশোধ করতে চান। শিক্ষক বিষয়টি ভুলে গেছেন বলে জানিয়ে সেই টাকা নিতে অস্বীকৃতি জানান। পরে ছাত্রীর বিশেষ অনুরোধে সেই টাকা গ্রহন করেন এবং ওই ছাত্রীর জন্য দোয়া করেন। ছাত্রী বলেন, শিক্ষক হলেন শ্রদ্ধারপাত্র। তাঁর ঋণ কখনও পরিশোধযোগ্য নয়। তবুও তাঁর শ্রমের বকেয়ার টাকা দীর্ঘদিন পরে হলেও পরিশোধ করতে পেরে নিজেকে হালকা লাগছে। ব্যক্তিগত জীবনে ওই ছাত্রী বর্তমানে শিক্ষকতা করেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী। তিনি সকলের দোয়া প্রার্থনা করেছেন।
এ বিষয়ে শিক্ষক জানান, এমন বিরল ঘটনায় তিনি এর আগে কখনও পড়েননি। তবে ছাত্রীর এমন মহানুভবতায় তিনি বেশ খুশি হয়েছেন বলে জানান।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.