শনিবার | ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১

সাংসদ মমতাজ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

লালপুর (নাটোর) প্রতিনিধি
৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদস সদস্য বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা শহিদ মমতাজ উদ্দিন হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামী সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২ অক্টোবর ২০২৩) ভোর রাতে রাজশাহী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত সুজন নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের শহিদুল ইসলাম মাষ্টারের ছেলে।
অভিযানিক দলের সদস্য লালপুর থানার উপপরিদর্শক (এসআই) হাসান তৌফিকুল ইসলাম জানান, লালপুর থানার মামলা নং-০৬, তারিখ-০৭-০৬-২০০৩ খ্রি., জিআর নং-১২১/০৩ (লাল), ধারা-৩৪১/৩২৬/৩০২ পেনাল কোড। নাটোর-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজ উদ্দিনকে গত ০৬-০৬-২০০৩ খ্রি. হত্যায় করায় তাঁর ভাই এড. আবুল কালাম আজাদ লালপুর থানায় এজাহার দাখিল করলে সূত্রোক্তটি মামলা রুজু হয়। বিজ্ঞ বিচারক, দ্রুত বিচার ট্রাইব্যুনাল, রাজশাহী মো. একরামুল হক চৌধুরী গত ১৩-০৩-২০১৩ খ্রি. ০৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন। উক্ত যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামী নাটোরের লালপুর থানার আড়বাব ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মো. শহিদুল ইসলাম মাস্টারের ছেলে মো. শাহিনুল ইসলাম ওরফে সুজন।
এছাড়া লালপুর থানার মামলা নং-০১, তারিখ-০১-০৩-২০০২ খ্রিঃ, জিআর নং-৩২/০২ (লাল), এসসি ১৪১/০২, ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৫/৩০২/৩৮০/৪২৭/৩৪ পেনাল কোড। সূত্রোক্ত মামলার এজাহারকারী মো. আ. শুকুর মৃধা, পিতা-মৃত মনির উদ্দিন মৃধা, সাং-হাবিবপুর, থানা-লালপুর, জেলা-নাটোর লালপুর উপজেলা যুবলীগের নেতা মোয়াজ্জেম হোসেন এজাহারনামীয় আসামী ২১ জনের বিরুদ্ধে লালপুর থানায় এজাহার দায়ের করেন। মামলাটির এজাহারনামীয় ৩নং আসামী মোঃ শাহিনুল ইসলাম ওরফে সুজনসহ অন্যান্য আসামীদের বিরুদ্ধে লালপুর থানার অভিযোগপত্র নং-৬৪, তারিখ-৩০-০৪-২০০২ খ্রি. বিজ্ঞ আদালতে দাখিল করা হয়। বিজ্ঞ আদালত পরবর্তীতে ৩০২/৩২৪/৩২৬/৩৪ পেনাল কোড ধারায় চার্জ গঠন করেন।
বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনাল-২, নাটোর গত ১১-০৪-২০১৯ খ্রি. সুজনসহ ৪ জনের মৃত্যুদণ্ডাদেশ এবং ১ জনের যাবজ্জীবন সাজার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর হতে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামী সুজন পলাতক ছিলেন। লালপুর থানার চৌকস একটি দল সোমবার (২ অক্টোবর ২০২৩) ভোর রাতে রাজশাহী মহানগরীর বিনোদপুর এলাকা হতে মো. শাহিনুল ইসলাম ওরফে সুজনকে গ্রেপ্তার করে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার ভোর রাতে রাজশাহী থেকে সুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে তাকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ (মরণোত্তর) একুশে পদক-২০২৩-এ ভূষিত হন বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন। নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ১৯৮৬ সালের ৭ মে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় সংসদ (১৯৮৬-১৯৮৮) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রিকসা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৮৫ সালের ২৫ জানুয়ারি সম্মেলনে লালপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নাটোর জেলা শাখা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।
লালপুর উপজেলার আব্দুলপুর মিল্কিপাড়া গ্রামে বাসিন্দা মমতাজ উদ্দিনকে ২০০৩ সালের ৬ জুন রাত ১০টার সময় গোপালপুর-আব্দুলপুর সড়কের দাঁইড়পাড়া নামক স্থানে সশস্ত্র সন্ত্রাসীরা তাঁকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.