আমরা লালপুর উপজেলার প্রাথমিক সহকারি শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, গত ১৫-১১-২০২৪ খ্রিঃ “স্পর্শ নিউজ” এর অনলাইন পোর্টালে এবং গত ১৯-১১-২০২৪ খ্রিঃ ‘সাপ্তাহিক হ্যালো ঈশ্বরদী’ পত্রিকায় “লালপুর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ আনারুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম-দূর্নীতির অভিযোগ” শিরোনামে প্রকাশিত নিউজে ‘‘অনিয়ম ও দূর্নীতির অভিযোগে তথ্য সংগ্রহে সহকারি শিক্ষকদের স্বাক্ষর সংগ্রহে নেতৃত্ব দেন প্রাথমিক সহকারি শিক্ষক সমিতির নেতারা” মর্মে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ন ভিত্তিহীন ও বানোয়াট।
আমাদের সহকারী শিক্ষক সমিতির কাছে মৌখিক বা লিখিতভাবে এমন অনিয়ম বা দূর্নীতির কোন অভিযোগ আসে নাই। উপজেলা রিসোর্স সেন্টারে এমন অনিয়ম হয় নাই, বিধায় শিক্ষকদের স্বাক্ষর সংগ্রহের প্রশ্নই আসে না। আমাদের কোন নেতৃত্ববর্গের সাথে কেউ এ বিষয়ে কথা বলে নাই। বিধায় আমরা মনে করি এমন ভিত্তিহীন নিউজে সহকারী শিক্ষক সমিতির মান ক্ষুন্ন করা হয়েছে। সহকারী শিক্ষক সমিতিকে নিয়ে দুরভিসন্ধিমূলক চক্রান্তের অংশ বলে আমরা মনে করি। পিটিআই সুপারিনটেনডেন্ট মহোদয়ের সম্পর্কে যে ধরণের ভাষা ব্যবহার করা হয়েছে, তাঁর প্রতি অসম্মান জনক বলে আমরা মনে করি। পত্রিকায় এ ধরনের ভাষার ব্যবহারের সরকারের একজন দায়িত্বশীল কর্মকর্তাকে অসম্মান করা হয়েছে। বিধায় আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জাতির বিবেক সাংবাদিক মহলকে সংবাদ প্রচারে আরো দায়িত্বশীল নির্ভুল তথ্যের সঠিক সংবাদ প্রকাশের প্রত্যাশা করি।
এহেন বানোয়াট, ভিত্তিহীন দুরভিসন্ধিমূলক সংবাদ প্রচারে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
কিশোর কুমার গিরি, সভাপতি ও মোঃ আব্দুল মোমিন শাহীন, সাধারণ সম্পাদক
প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি, লালপুর উপজেলা শাখা, নাটোর।