নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুরে কুলসুম বেগম (৪০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে অআত্মহত্যা করেছে।
শুক্রবার (২৯ নভেম্বর) ভোরে উপজেলার কদিমচিলান ইউনিয়নের দাঁইড়পাড়া গ্রামে এঘটনা ঘটে। কুলসুম একই গ্রামে আব্দুল মজিদের স্ত্রী।
স্থানীয়রা জানান, কুলসুমের স্বামী আব্দুল মজিদের দ্বিতীয় স্ত্রীকে নিয়ে উপজেলার কদিমচিলান গ্রামে বসবাস করে। কুলসুম ভোরের দিকে নিজ ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। কুলসুমের ছেলে মাসুম (২৭) সকালে তার মায়ের মরদেহ ঘরের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এব্যাপারে কদিমচিলান ইউপির সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান জানান ভ্যান চালক আবদুল মজিদ দ্বিতীয় বিয়ে করে কদিমচিলান গ্রামে বসবাস করেন মাঝে মাঝে অসুস্থ স্ত্রী কুলসুমকে চিকিৎসার জন্য পাবনা মানসিক হাসপাতালে নিয়ে যায়। কুলসুম একজন মানসিক রুগী সে রাতে বাড়ির সবার অজান্তেই গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেন।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ মোহা নুরুজ্জামান বলেন পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে মৃতদহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরণ করেছেন। থানায় একটি অপমৃত্যু মামলার রুজু করা হয়েছে।