বৃহস্পতিবার | ৫ ডিসেম্বর, ২০২৪ | ২০ অগ্রহায়ণ, ১৪৩১

নাটোরে বিএসএড কলেজ উদ্বোধন

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে রাজশাহী ও খুলনা বিভাগের একমাত্র জাহানারা এন্ড লতিফর রহমান স্পেশাল এডুকেশন টিচার্স ট্রেনিং কলেজ (ব্যাচেলর অব স্পেশাল এডুকেশন-বিএসএড) উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর ২০২৪) উপজেলার (ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় সংলগ্ন) কলেজের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধনী নামফলক উন্মোচন করেন বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান এডমিরাল আমির আহমেদ মুস্তাফা।
নৈতিক ও আধুনিকতার সমন্বয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত একটি বিশেষ শিক্ষক প্রশিক্ষন কলেজের (বিএসএড) সভাপতি ইঞ্জিনিয়ার ড. ইফতেখার রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জাহানারা এন্ড লতিফর রহমান চ্যারিটেবল ট্রাস্ট-এর ট্রাস্টি মিসেস সেলিনা মুস্তফা, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি আলমগীর কবির পরাগ, বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. ছিদ্দিক আলী মিষ্টু, জাহানারা এন্ড লতিফর রহমান চ্যারিটেবল ট্রাস্ট-এর ডিরেক্টর সোনিয়া হাসান, লালপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মো. আব্দুল মান্নান, জাহানারা এন্ড লতিফর রহমান স্পেশাল এডুকেশন টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ মো. সিমানুর রহমান প্রমুখ।


এ ছাড়া ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ইসমাইল হোসেন, ওয়াহিদুজ্জামান সরকার, অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, আসলাম উদ্দীন, দুলাল উদ্দীন, আব্দুল মান্নানসহ সারা বাংলাদেশ থেকে আগত ১০০জন বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সিমানুর রহমান জানান, রাজশাহী ও খুলনা বিভাগের একমাত্র বিএসএড কলেজ জাহানারা এন্ড লতিফর রহমান স্পেশাল এডুকেশন টিচার্স ট্রেনিং কলেজ ২০২৪ সালের ২০ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি লাভ করে। ২০২৫ সেশন থেকে প্রতিষ্ঠানটি তার নিজস্ব ক্যাম্পাসে ব্যচেলর অব স্পেশাল এডুকেশন (বিএসএড) কোর্স পরিচালনার সকল প্রস্তুতি গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ বিভিন্ন ধরণের প্রতিবন্ধী ও অটিস্টিক ব্যক্তি। এদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনসম্পদ সৃষ্টির লক্ষ্যে প্রয়োজন দক্ষ প্রশিক্ষক। দেশে সরকারী, এমপিওভূক্ত, স্বীকৃতিপ্রাপ্ত, আবেদনকৃত বিষেশায়িত শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ২৯৪১টি। শিক্ষক রয়েছেন ৪৪১৬০জন। কিন্তু বিশেষ শিক্ষক প্রশিক্ষন কলেজ রয়েছে মাত্র ৫টি। তাই বিশেষ শিক্ষকদের দক্ষ প্রশিক্ষক তৈরির লক্ষ্যে ২০১৯ সালে নাটোর জেলার লালপুরে প্রতিষ্ঠিত হয় জাহানারা এন্ড লতিফর রহমান স্পেশাল এডুকেশন টিচার্স ট্রেনিং কলেজ। যা ২০২৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি লাভ করে। কলেজ কোড-২৩৪৪। দেশে বিশেষ শিক্ষকদের প্রশিক্ষণের সুযোগ ও সুবিধা দুটোই অত্যন্ত সীমিত। এই কলেজটি প্রতিষ্ঠার ফলে উত্তর ও দক্ষিনাঞ্চলের বিশেষ শিক্ষকদের উপকার হবে বলে প্রত্যাশা করেন তিনি।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.