মঙ্গলবার | ২১ অক্টোবর, ২০২৫ | ৫ কার্তিক, ১৪৩২

অভিভাবক সমাবেশ ও শিক্ষাবৃত্তি পরীক্ষা

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে ‘সন্তানকে জীবনে বড় হতে গেলে অভিভাবকদের করণীয়’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর ২০২৪) প্রাকীর্তি ফাউন্ডেশনের আয়োজনে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে প্রধান অতিথি ছিলেন গ্রিন ভ্যালি ওল্ডেজ হোম এন্ড অরফানেজের সভাপতি ও পুলিশের অতিরিক্ত ডিআইজি আলমগীর কবির পরাগ।


শিক্ষাবৃত্তি কমিটির সাবেক সভাপতি ওয়ারেস মো. ইকবালের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রাকীর্তি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও গ্রিন ভ্যালি পার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নূরিয়া পারভীন, পার্কের চেয়ারম্যান আরজুমান্দ বানু পুস্প, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জালাল উদ্দীন বাবু, ভাইস চেয়ারম্যান হাসিবুল ইসলাম, পরিচালক আমিনুল হক টমি, আনোয়ারুল হক, সুলতানুজ্জামান টিপু, আরিফুল ইসলাম, তৌফিক সারোয়ার চপল, গোলাম সারোয়ার মিলন, লালপুর পাবলিক লাইব্রেরীর সাবেক সহসভাপতি ওয়ালিউল ইসলাম কিরণ প্রমুখ।
এর আগে ফাউন্ডেশনের উদ্যোগে শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.