বুধবার | ১৮ ডিসেম্বর, ২০২৪ | ৩ পৌষ, ১৪৩১

লালপুরে দোকানিকে কুপিয়ে হত্যা

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে তিন সন্তানের জনক মুদি ব্যবসায়ী সাইফুল ইসলাম কে অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত আনুমানিক
১১টার দিকে উপজেলার এবি ইউনিয়নের বামনগ্রামে
এবাদ মুন্সি ছেলে সাইফুল ইসলাম (৫৫) বামনগ্রাম বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে খুন হন। সাইফুল ইসলাম বামনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নিজ বাড়ির গেটের সামনে পৌঁছালে অজ্ঞাত পরিচয়ের এক বা একাধিক দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাইফুলের মরদেহ উদ্ধার করেন। এ হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
হত্যার ঘটনাটি পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এ নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
নিহত সাইফুল ইসলামের ছোট ভাই শাহিনুল ইসলাম জানান, বামন গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোড়ে তিনি ২০ বছর ধরে মুদি ব্যবসা করতেন। রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় বাড়ীর গেইটের সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নিশংসভাবে হত্যা করেছে। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
এবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম উদ্দিন জানান, নিহত সাইফুল ইসলাম এবি ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য ছবির স্বামী সে একজন মুদি দোকান্দার ও সৎজন ব্যাক্তি ছিলেন  এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনা স্থল নাটোরের পুলিশ সুপার
মারুফাত হোসাইন পরিদর্শন করেছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাইফুলের মরদেহ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখনো পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে এ হত্যাকাণ্ডের সঠিক কারণ উদঘাটন করে প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছেন । এ ঘটনায় নিহত সাইফুলের ছেলে শিমুল (২৮)বাদি হয়ে ১৪ডিসেম্বর) দুপুরে লালপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.