রবিবার | ৫ জানুয়ারি, ২০২৫ | ২১ পৌষ, ১৪৩১

মৌসুমী চাহিদা পূরণে কলম্বোয় এমিরেটসের অতিরিক্ত ফ্লাইট

বিশেষ প্রতিনিধি:
এমিরেটস এয়ারলাইন ২ জানুয়ারী ২০২৫ থেকে দুবাই-কলম্বো রুটে অতিরিক্ত একটি সিডিউল ফ্লাইট পরিচালনা করবে। চলতি মৌসুমে শ্রীলংকায় আগমনকারী পর্যটকদের চাপ সামলাতে অতিরিক্ত এই ফ্লাইটটি সহায়ক হবে। এই ফ্লাইট চালু হলে, দুবাই-কলম্বো রুটে যাত্রী আসন ত্রিশ শতাংশ বৃদ্ধি পাবে। অতিরিক্ত ফ্লাইট ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত সপ্তাহে ছয় দিন চলাচল করবে।

ফ্লাইটে ৩৬০ জন যাত্রী পরিবহণ করা সম্ভব হবে, যার মধ্যে ৮জন প্রথম শ্রেণী স্যুইটে, ৪২জন বিজনেস শ্রেণীতে এবং ৩১০জন ইকোনমি শ্রেণীতে। বর্তমানে এমিরেটস কলম্বোতে দৈনিক ৩টি ফ্লাইট পরিচালনা করছে যার মধ্যে দু’টি সরাসরি অপরটি ভায়া মালে।

শ্রীলংকার পর্যটনের উন্নতিতে দেশটির পর্যটন কর্তৃপক্ষের সঙ্গে এমিরেটসের একটি কৌশলগত পার্টনারশীপ চুক্তি রয়েছে। সম্প্রতি দেশটির পর্যটন কর্তৃপক্ষ নিজস্ব প্রাকৃতিক ও সাংস্কৃতিক সম্পদ বিশ্ববাসীর কাছে তুলে ধরার মাধ্যমে বাস্তুসচেতন পর্যটক আকর্ষণ করার পরিকল্পনা গ্রহণ করেছে। ২০২৫ সালে ত্রিশ লক্ষ পর্যটক আনার লক্ষমাত্রা নির্ধারন করেছে দেশটি।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.