রবিবার | ৫ জানুয়ারি, ২০২৫ | ২১ পৌষ, ১৪৩১

লালপুরে মাটিবাহী ট্রাক পাওয়ার ট্রলি ও ভুটভুটির ত্রিমুখী সংঘর্ষে আহত ২১

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুরে লাইসেন্স বিহীন ৩ যানবাহন  ট্রাক, পাওয়ারট্রলি ও নছিমনের (ইঞ্জিঞ্চালিত ভুটভুটি)  ত্রিমুখী  সংঘর্ষে ২১ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) ভোর ৬ টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামে এ সংঘর্ষ ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাঘা উপজেলার মীরগঞ্জ থেকে মাটি বহনকারী একটি ট্রাক লালপুর উপজেলার পাইকপাড়া বাজার সংলগ্ন উধনপাড়া  গ্রামে বাঘা থেকে ঈশ্বরদী ইপিজেড গামী একটি নসিমন (ভুটভুটি) গাড়িকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা এম.এইচ.কে.  ইট ভাটার ইট বহনকারী একটি পাওয়ারট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের ধাক্কায় নসিমন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে  রাস্তার উপর উল্টে যায়। এতে নছিমানে থাকা ঈশ্বরদী ইপিজেডের ১৯  জন শ্রমিক আহত হন। আহতরা হলেন রাজশাহীর বাঘা উপজেলার উত্তর মিলিক বাঘা গ্রামের নাজিমুদ্দিন স্ত্রী শরিফা খাতুন (৩৫), সোহাগের স্ত্রী মিনা খাতুন (৩৮), আহাম্মদ পুর গ্রামের গফুরের স্ত্রী জুথি (২৬), গাওপাড়া গ্রামের সুরুজের স্ত্রী মাজেজা (৩০), কলিগ গ্রামের সুকচাদের স্ত্রী জেসমিন (৩৫), মন্টু আলীর ছেলে মাসুম (২২), আফজালের ছেলে হামিম (২০), গাওপাড়া গ্রামের শরিফুলের স্ত্রী আখি (২৫), কলিগ গ্রামের মাসুমের স্ত্রী জেসমিন (১৬), নতুন পাড়া গ্রামের তুষারের মেয়ে আশা( ২৫), কলিগ গ্রামের রুকমানের স্ত্রী রোজিনা (৩৭), হায়দারের স্ত্রী হাফিজা (৩৫), চন্ডিপুর গ্রামের সাকিলের স্ত্রী শিল্পী (২৫), চক নারায়ণ পুর গ্রামের রমজেদ আলীর স্ত্রী রেখা (৩০), কলিগ গ্রামের তৌহিদুলের স্ত্রী সেলিনা (২৫), এমরানের স্ত্রী জেসমিন (২২), বাজু বাঘা নতুন পাড়া গ্রামের নাসিরের স্ত্রী রত্না (৩৫), কলিগ গ্রামের নাহারুলের স্ত্রী সালমা (২৮), লালপুর উপজেলার রাধাকৃষ্ণপুর গ্রামের সামাদের ছেলে মিঠুন (৩৩)। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রেশমা খাতুন জানান, “গুরুতর আহত শিল্পী (২৫), মিনা( ৩৮), হাত পা ভাঙ্গা অবস্থায় গুরুতর আহত জেসমিন (৩৫), নছিমনের গরম পানিতে পড়ে আহত শরিফা (৩৫) কে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিদেরকে স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসা দেওয়া হচ্ছে।”
 এছাড়া,  লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের পাওয়ারট্রলি ড্রাইভার চান্দু (৩২) ও ভুটভূটির ( ইঞ্জিন চালিত) ড্রাইভার শিমুলকে (২৫)  আহত অবস্থায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, “ঘটনাস্থল থেকে পুলিশ  পাওয়ারট্রলি ও ঘাতক  ট্রাকটি আটক করেছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া পলাতক ট্রাক ড্রাইভারকে আটকের চেষ্টা চলছে।”

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.