রবিবার | ১২ জানুয়ারি, ২০২৫ | ২৮ পৌষ, ১৪৩১

গরু ও ট্রাকসহ চোর আটক

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে গভীর রাতে গরু চুরি করে পালানোর সময় ট্রাক ও গরুসহ আজমল (৩০) নামে এক চোরকে হাতেনাতে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি ২০২৪) দিবাগত ভোর রাত ৩টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের ধরবিলা গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত আজমল উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের আশরাফ আলী ছেলে। ট্রাক চালক একাধিক চুরি-ডাকাতি মামলার আসামি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিনগত রাত ৩টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের ধরবিলা গ্রামের আব্দুল জাব্বারের ছেলে সুলতানের বাড়ির কয়েকটি বসত ঘরে শিকল তুলে দিয়ে গোয়াল ঘর থেকে একদল গরু চোর ৫টি গরু চুরি করে। পালানোর সময় বাড়ির লোক বুঝতে পেরে ডাক-চিৎকার শুরু করে। এ সময় চোরের দল একটি গরু ট্রাকে তুলে পালানোর চেষ্টা করে। স্থানীয় জনতা পুলিশকে জানালে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান ও আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক বেনজির আহমেদের নেতৃত্বে টহলরত পুলিশ সড়কে ব্যারিকেড দিয়ে চারদিক থেকে গরু চোর দলকে ঘিরে ফেলে। এক পর্যায়ে লালপুর-আব্দুলপুর সড়কের ঠাকুর মোড় এলাকায় পুলিশ একাধিক চুরি-ডাকাতি মামলার আসামি ট্রাক চালক আজমলকে (৩০) চুরি যাওয়া ১টি গরু ও ট্রাকসহ (ভাই বোন এন্টারপ্রাইজ) আটক করে। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়। তাদের আটক করতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালায়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত ট্রাক চালক আজমল একাধিক চুরি-ডাকাতি মামলার আসামি। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। সঙ্ঘবদ্ধ গরু-মহিষ চোর দলের সদস্যদের আটক করতে এলাকায় পুলিশের চেষ্টা অব্যাহত আছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.