রবিবার | ১২ জানুয়ারি, ২০২৫ | ২৮ পৌষ, ১৪৩১

লালপুরে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী  আটক

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে লালপুরের হামিদুল (৩২)নামে এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার অর্জুনপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, নাটোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের ইন্সপেক্টর-২  নজরুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে লালপুর উপজেলা অর্জনপুর মধ্যপাড়ার ইস্রায়িলের  আম বাগানে অভিযান চালায়। এসময় বাগানে গাজা বিক্রয়ের উদ্দেশ্য পলিথিনে মোড়ানো শুকনো ১কেজি গাঁজা সহ হামিদুল নামের এক গাঁজা ব্যবসায়ীকে আটক করে অভিযানিক দলটি । গাজা ব্যবসায়ী অর্জুনপুর গ্রামের ইনছার আলীর ছেলে।
এ ঘটনায় লালপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছে।
নাটোর ডিবি পুলিশের ইন্সপেক্টর (২) নজরুল  ইসলাম এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.