নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ ২০২৫) বিদ্যালয়ের হলরুমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ঈদকে আরও রঙিন করতে এ আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিমানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আব্দুল মালেক মিন্টুর বাবা মো. আব্দুল লতিব মাস্টার, ব্যবস্থাপনা কমিটির সদস্য ওয়াহেদুজ্জামান সরকার, দুলাল উদ্দীন, অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, সাংবাদিক সালাহ্ উদ্দীন, সজিবুল ইসলাম হৃদয়, সাব্বির আহম্মেদ মিঠুসহ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিমানুর রহমান জানান, আমেরিকা প্রবাসী প্রকৌশলী আব্দুল মালেক মিন্টু প্রতিবছরের মতো এবারও বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থীদের জন্য এ ঈদ সামগ্রী পাঠিয়েছেন। ঈদ সামগ্রী হাতে পেয়ে শিক্ষার্থীদের মুখে উচ্ছ্বাস ফুটে ওঠে, তারা সত্যিকারের ঈদের আনন্দ খুঁজে পায়। ঈদ সামগ্রী প্যাকেটে ছিল- চাল, ডাল, সোয়াবিন, আটা, লাচ্চা, মসলা, দুধ, সাবান, মেহেদি।
আমেরিকা থেকে প্রকৌশলী আব্দুল মালেক মিন্টু জানান, এই শিশুরাও সমাজের অংশ। তাদের মুখে হাসি ফোটাতে পারাই আমার জন্য সবচেয়ে বড় আনন্দ। আমি চেষ্টা করি, যতদূর সম্ভব তাদের পাশে দাঁড়াতে।
সাংবাদিক সালাহ্ উদ্দীন বলেন, সামাজিক দায়বদ্ধতার এমন উদ্যোগ আমাদের সবাইকে অনুপ্রাণিত করে। এই শিশুরা আমাদের ভবিষ্যৎ। তাদের জন্য ভালো কিছু করতে পারলে সেটাই প্রকৃত ঈদ আনন্দ।
বিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমার মা মারুফা আবেগাপ্লুত হয়ে বলেন, আমার মেয়ে প্রতিবন্ধী তার জন্য ঈদ মানেই শুধু দেখা আর বোঝা। কিন্তু এই উপহার পেয়ে ওর মুখে যে হাসি দেখেছি, তা ভাষায় প্রকাশ করতে পারব না। আমার মেয়ে খুব খুশি হয় প্রতিবার ঈদে স্কুল থেকে কিছু পাই বলে ছেলে মেয়ের সাথে ঈদ করতে পারি।
শিক্ষার্থী বিজয়ের মা ময়না বেগম বলেন, আমার ছেলি অনেক খুশি হয় প্রতিবার ঈদ আসলে চাইয়া থাকে এই উপহারের জন্য।
বিদ্যালয়ের অটিজম আক্রান্ত শিক্ষার্থী আব্দুল্লাহ বলে, আমি খুব খুশি।