সোমবার | ১৯ মে, ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩২

প্রতিবন্ধী বিদ্যালয়ের এমপিওর দাবিতে মতবিনিময়

নাটোর প্রতিনিধি :
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বীকৃতিপ্রাপ্ত প্রতিবন্ধী বিদ্যালয়গুলো এমপিওভুক্ত করার দাবিতে নাটোরের লালপুরে মতবিনিময় সভা করেছেন শিক্ষক-কর্মচারীরা।
শনিবার (১০ মে ২০২৫) উপজেলার ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে বাংলাদেশ স্বীকৃতিপ্রাপ্ত প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক ও কর্মচারী ফোরাম এ সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ সিমানুর রহমান।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের স্বীকৃতিপ্রাপ্ত প্রতিবন্ধী বিদ্যালয়সমূহ দীর্ঘদিন ধরে উপেক্ষিত থাকলেও এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রতিবন্ধী শিশুদের শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এসব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়ন ও শিক্ষক-কর্মচারীদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে এমপিওভুক্তি প্রয়োজন। এছাড়া সরকারের স্বদিচ্ছার পাশাপাশি আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এই আন্দোলনে গতি আনতে পারে। এজন্য কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের সকল শিক্ষক-কর্মচারীদের সক্রিয় অংশগ্রহণের আহবান জানান তিনি।


এ সময় ফোরামের রাজশাহী বিভাগের আহ্বায়ক শায়লা আক্তারের সভাপতিত্বে অন্যনের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সরকার, সহ-সভাপতি আব্দুস সালাম খান, সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম, অর্থ সম্পাদক ইয়াকুব আলী, রংপুর বিভাগের আহবায়ক নাসরুল আলম প্রমুখ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.