শুক্রবার | ১১ জুলাই, ২০২৫ | ২৭ আষাঢ়, ১৪৩২

বিএসএড কলেজের শিক্ষা কার্যক্রম উদ্বোধন

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে জাহানারা এন্ড লতিফর রহমান স্পেশাল এডুকেশন টিচার্স ট্রেনিং কলেজের (ব্যাচেলর অব স্পেশাল এডুকেশন-বিএসএড) প্রথম ব্যাচের (২০২৫) শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১১ জুলাই ২০২৫) উপজেলার ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় সংলগ্ন কলেজ মিলনায়তনে পরিচিতি ও ক্লাস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা।
জাহানারা এন্ড লতিফর রহমান চ্যারিটেবল ট্রাস্ট-এর ডিরেক্টর সোনিয়া হাসানের সভাপতিত্বে ও কলেজের অধ্যক্ষ সিমানুর রহমানের উপস্থাপনায় বক্তব্য রাখেন বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. ছিদ্দিক আলী মিষ্টু, লালপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মো. আব্দুল মান্নান, ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ওয়াহেদুজ্জামান সরকার, নাসিম হজ কাফেলার স্বত্ত্বাধিকারী এএসএম মোকাররেবুর রহমান নাসিম, প্রভাষক জান্নাতুল ফেরদৌস, সিদরাতুল মুনতাহা প্রত্যয় প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, মো. ইসমাইল হোসেন, আসলাম উদ্দীন, দুলাল উদ্দীন, আব্দুল মান্নান, সুপারিনটেন্ডেন্ট তাহানুর ইসলাম পটল, সাংবাদিক সালাহ উদ্দিন, সজিবুল ইসলাম হৃদয়, ফজলুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সিমানুর রহমান জানান, প্রথম ব্যাচে ১১ টি জেলার ৭১ জন শিক্ষার্থী বিএসএড এডুকেশন কোর্সে ভর্তি হয়ে প্রশিক্ষণ নিচ্ছেন। রাজশাহী ও খুলনা বিভাগের একমাত্র বিএসএড কলেজ জাহানারা এন্ড লতিফর রহমান স্পেশাল এডুকেশন টিচার্স ট্রেনিং কলেজ ২০২৪ সালের ২০ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি লাভ করে। একই বছর ৩ ডিসেম্বর কলেজের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধনী নামফলক উন্মোচন করেন বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান এডমিরাল আমির আহমেদ মুস্তাফা। ২০২৫ সেশন থেকে প্রতিষ্ঠানটি তার নিজস্ব ক্যাম্পাসে ব্যচেলর অব স্পেশাল এডুকেশন (বিএসএড) কোর্স পরিচালনার সকল প্রস্তুতি গ্রহণ করে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.