শুক্রবার | ২২ আগস্ট, ২০২৫ | ৭ ভাদ্র, ১৪৩২

আব্দুল কাদের মিয়াকে এমপি হিসেবে দেখতে চায় বড়াইগ্রাম-গুরুদাসপুর বাসী

নিজস্ব প্রতিবেদক,

নাটোর-৪, বড়াইগ্রাম-গুরুদাসপুর অবহেলিত জনসাধারণ বড়াইগ্রাম-গুরুদাসপুরের নতুন মুখ নাটোর জজ কোর্টের নারী ও শিশু পিপি দীর্ঘ ১৫ বছর বিএনপির নেতাকর্মীদের বিনামূলে আইন সহায়তা দানকারী এ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া বড়াইগ্রাম-গুরুদাসপুরের জনসাধারণ আগামীতে বিএনপির মনোনীত সংসদ সদস্য হিসেবে দেখতে চায়। বড়াইগ্রাম-গুরুদাসপুরের জনসাধারণের দীর্ঘদিনের দাবী। দীর্ঘদিনের মামলা, হামলার স্বিকার নেতাকর্মীদের পাশে থেকে আইনগত সহায়তা করে তাদের জামিন করেছেন, অসহায় বিএনপির নেতার্মীদের পাশে ছিলেন বিপদের সময়। গুরুদাসপুরে একবার, বড়াইগ্রামে বার বার, তার বিরুদ্ধে কোন প্রকার দুর্নীতির অভিযোগ নাই। সে সাধারণ জীবন যাপন করেন। তার ক্যাডার বাহিনীও নাই। সে শহিদ জিয়া, খালেদা জিয়ার, তারেক রহমানের আদর্শ সৈনিক। রাষ্ট্রের জেলা বিচার বিভাগের গুরুত্বপূর্ণ পদে নারী ভিশু পিপির দায়িত্ব পালন করে আসছেন। বড়াইগ্রাম-গুরুদাসপুর বাসীর প্রাণের দাবি দেশ নেতু, খালেদা জিয়ার কাছে বার বার গুরুদাসপুর, একবার বড়াইগ্রাম, বড়াইগ্রাম বাসির প্রনের দাবি এবং বিএনপির তৃণমূল নেতাকর্মীদের দাবী। সকল প্রকার নেতাকর্মীরা তার সাথে সকল সময়ে বথা বলতে পারেন। বিএনপির নেতা কর্মীদের সুখ দুখের সাথি হিসেবে কাজ করে আসছেন, আইনগত সেবা করে আসছেন। বড়াইগ্রাম-গুরুদাসপুরের জনসাধারণের একটাই দাবি কাদের ভাইকে এমপি হিসেবে দেখতে চাই।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.