
রাশিদুল ইসলাম রাশেদ :
নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও লালপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ টানা গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন। প্রতিদিন তিনি উপজেলার বিভিন্ন গ্রাম, বাজার ও পাড়া–মহল্লায় ছুটে সাধারণ মানুষের কাছে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করছেন।
বুধবার (১৯ নভেম্বর, ২০২৫) লালপুর উপজেলা সদরের ২ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য রাখেন তিনি। স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী–পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। বক্তব্যে তিনি ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা, জনগণের অধিকার নিশ্চিত করা এবং স্বচ্ছ রাজনীতির প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পরে বাকনাই পূর্বপাড়া গ্রামে গণসংযোগে অংশ নিয়ে সাধারণ কৃষকদের সঙ্গে ধান মাড়াইয়ে যোগ দেন মাওলানা আজাদ। মাঠে কৃষকের পাশে দাঁড়িয়ে তিনি তাদের সমস্যাবলী শোনেন এবং কৃষি–বান্ধব নীতি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।
এর আগে গতকাল (১৮ নভেম্বর) তিনি আড়বাব ইউনিয়নে গণসংযোগ করেন। তার আগের দিন ১৭ নভেম্বর কদিমচিলান ইউনিয়নের বিভিন্ন বাজারে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে সমর্থন চান তিনি। এদিন জনসংযোগের এক পর্যায়ে তিনি বলেন, “নতুন প্রজন্ম রাজনীতি, অর্থনীতি ও রাষ্ট্রগঠনের সব ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে। তারা কোনো নতুন স্বৈরাচারের জন্ম হতে দেবে না। তাদের উদ্দীপনাই তার প্রমাণ করে।”
তিনি আরও বলেন, “আগামী দিনে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গঠন করতে একমাত্র জামায়াতে ইসলামী সক্ষম। এই লক্ষ্য অন্য কোনো দলের পক্ষে বাস্তবায়ন সম্ভব নয়।”
সম্প্রতি তিনি হিন্দু–মুসলিমসহ সর্বস্তরের মানুষের ঘরে ঘরে গিয়ে মতামত, অভিযোগ ও প্রত্যাশা জানতে চেষ্টা করছেন। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তার এই ধারাবাহিক প্রচার–প্রচারণা নির্বাচনী মাঠে নতুন গতিশীলতা তৈরি করেছে বলে মনে করছেন নেতাকর্মীরা।