রবিবার | ২৩ নভেম্বর, ২০২৫ | ৮ অগ্রহায়ণ, ১৪৩২

সাস্ট ক্লাব লিমিটেডের বার্ষিক বনভোজন ৯ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের (সাস্টিয়ান অ্যালামনাই) সংগঠন ‘সাস্ট ক্লাব লিমিটেড’ সবচেয়ে বড় মিলনমেলা বার্ষিক বনভোজন –২০২৬ আয়োজন করতে যাচ্ছে। আগামী ৯ জানুয়ারি, ২০২৬ (শুক্রবার) নরসিংদীর ড্রিম হলিডে পার্কে এ মিলনমেলা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতোমধ্যে সাস্টিয়ানদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা শুরু হয়েছে।
সাস্ট ক্লাব লিমিটেডের সভাপতি আব্দুস ছালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ক্লাবের মেম্বার, নন-মেম্বারসহ সকল সাস্টিয়ান স্বপরিবারে এ বনভোজনে অংশ নিতে পারবেন। বনভোজনে অংশগ্রহণ নিশ্চিত করতে নির্ধারিত রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। বনভোজন সফলভাবে সম্পন্ন করতে সাস্ট ক্লাব লিমিটেড ইতোমধ্যে  একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি কমিটি গঠন করেছে। অনুষ্ঠানকে সফল করতে সাস্টিয়ানদের সহযোগিতা কামনা করেছেন তিনি।

রেজিস্ট্রেশন ফি:
সাস্টিয়ান/স্পাউস: ১৫০০ টাকা (জনপ্রতি),
সন্তান (৩–১২ বছর): ১০০০ টাকা (জনপ্রতি)
অতিথি: ১৫০০ টাকা (জনপ্রতি)
ড্রাইভার: ১০০০ টাকা (জনপ্রতি)

রেজিস্ট্রেশন ফি জমা নেওয়ার নম্বর:
নাজমুল হুদা শাহিন — 01716871242 (বিকাশ/নগদ)
শেখ আলমগীর — 01717023148 (বিকাশ)
মোঃ কামরুজ্জামান — 01707415166 (বিকাশ)
প্রিন্স ওমর শরীফ — 01683008089 (বিকাশ)

বনভোজন–২০২৬ উদযাপন কমিটি:
বনভোজন সফলভাবে সম্পন্ন করতে সাস্ট ক্লাব লিমিটেড মোহাম্মদ নূর হোসেন স্বপনকে (৪র্থ ব্যাচ) আহ্বায়ক করে ২৮ জনের একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি কমিটি গঠন করেছে। কমিটিতে প্রিন্স ওমর শরীফ (৯ম ব্যাচ) ও আবু তাহের রানা (১২তম ব্যাচ) যুগ্ম আহ্বায়ক, নাজমুল হুদা শাহিন (১১তম ব্যাচ) সদস্য–সচিব, শেখ মোঃ আলমগীর (১৪তম ব্যাচ) সহ: সদস্য–সচিব, মোঃ কামরুজ্জামান (৪র্থ ব্যাচ) কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন – মাহবুব আলম ডিউক (১ম ব্যাচ), সৈয়দ সুলতান (৩য় ব্যাচ), নূর-এ-আলম (৩য় ব্যাচ), নাজমুল ইসলাম জুয়েল (৫ম ব্যাচ), আবু সাঈদ (১০ম ব্যাচ), বরকত হায়াত (১০ম ব্যাচ), নূর ই আলম সোহাগ (১০ম ব্যাচ), মাহবুব হাসান (১১তম ব্যাচ), আসাদুজ্জামান রানা (১১তম ব্যাচ), তাইজুল ইসলাম সাদেক (১১তম ব্যাচ),
মহরম আলী (১২তম ব্যাচ), আসাদ আলী (১২তম ব্যাচ),
আরিফুল হক শাপলা (১৩তম ব্যাচ), মেহেদী মাসুদ (১৩তম ব্যাচ), জাকির হোসেন ইরান (১৩তম ব্যাচ), মোশাররফ হোসেন পলাশ (১৪তম ব্যাচ), মোস্তাফিজুর রহমান নয়ন (১৪তম ব্যাচ), মোঃ কামরুজ্জামান সবুজ (১৪তম ব্যাচ), জসিম উদ্দিন সম্রাট (১৭তম ব্যাচ), বুলবুল আহমেদ (১৮তম ব্যাচ), নোবেল তালুকদার (১৯তম ব্যাচ), হাবিব মেহেদী (২৩তম ব্যাচ)।

আয়োজকরা জানিয়েছেন, সাস্টিয়ানদের মিলনমেলা আনন্দময় ও স্মরণীয় করে তুলতে নানা আয়োজন থাকবে বনভোজনে।

সম্পাদনায় : রাশিদুল ইসলাম রাশেদ

সাব এডিটর, প্রাপ্তি প্রসঙ্গ

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.