বৃহস্পতিবার | ২৭ নভেম্বর, ২০২৫ | ১২ অগ্রহায়ণ, ১৪৩২

নাটোর–১ আসনে এবি পার্টির বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ

নাটোর প্রতিনিধি:

নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক ও নাটোর জেলা কমিটির সদস্য সচিব,  এএসএম মোকাররেবুর রহমান নাসিমের নির্বাচনী বিলবোর্ড ভাঙচুর ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। বুধবার (২৬ নভেম্বর, ২০২৫) দিবাগত রাতে নির্বাচনী এলাকা দয়ারামপুরে এ ঘটনা ঘটে।
দলীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঈগল প্রতীকের প্রচারণা জোরদার করা হয়েছে। লালপুর ও বাগাতিপাড়া উপজেলার ১৫টি ইউনিয়ন এবং ২টি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে প্রচার–প্রচারণা চালাচ্ছেন দলের কর্মীরা। মাঠ পর্যায়ে প্রচারণা শুরুর পর থেকেই স্থানীয় ভোটারদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে বলে দাবি দলের।
এবি পার্টির নেতা সুজন অভিযোগ করে বলেন, ‘আমাদের জনপ্রিয়তা বাড়তে থাকায় প্রতিপক্ষের ভয় তৈরি হয়েছে। এজন্যই দয়ারামপুরসহ বিভিন্ন এলাকায় আমাদের বিলবোর্ড ভেঙে ফেলা এবং পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনা ঘটছে।’
আরেক নেতা আলহাজ্ব হাসমত আলী বলেন, ‘আমাদের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় আতঙ্কগ্রস্ত একটি মহল এসব ধরণের নোংরা রাজনীতিতে জড়িয়ে পড়েছে।’
এ প্রসঙ্গে প্রার্থী এএসএম মোকাররেবুর রহমান নাসিম বলেন, ‘এটি রাজনৈতিক কর্মকাণ্ড নয়, বরং ফ্যাসিবাদী মনোভাবের বহিঃপ্রকাশ। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে দ্রুত এ বিষয়ে আইন গত পদক্ষেপ নেয়া হবে।’
এ বিষয়ে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের এবি পার্টির নেতৃবৃন্দও ঘটনা তদন্ত করে দোষীদের বিচার দাবি করেছেন এবং ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

সম্পাদনায় : রাশিদুল ইসলাম রাশেদ

সাব এডিটর, প্রাপ্তিপ্রসঙ্গ

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.