বৃহস্পতিবার | ৮ জানুয়ারি, ২০২৬ | ২৪ পৌষ, ১৪৩২

তারেক রহমানকে কটুক্তি করায় সাবেক এমপিকের প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে নাটোর-৪ আসনের সাবেক সাংসদ ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারীর প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ করার ঘটনা ঘটেছে। এসময় তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন বিএনপি নেতা ও সাবে ভুমি প্রতিমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সোমবার দুপুরে বড়াইগ্রাম থানা মোড়ে উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে বিএনপি নেতা ও সাবে ভুমি প্রতিমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুল উপস্থিত ছিলেন।
এম রুহুল কুদ্দুস তালুকদার দুল বলেন, বড়াইগ্রাম উপজেলায় বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র, অপপ্রচার ও আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে সাবেক সাংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা ও মানব উন্নায়ন বিষয়ক সম্পাদক ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী টেলিগ্রাম অ্যাপের একটি গ্রæপে প্রধান সমন্বয়ক হিসেবে বক্তব্য দেন। ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আমাদের নজরে আসে। আমার এই বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে ৪৮ ঘন্টার মধ্যে ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে গ্রেপ্তারের দাবী জানাচ্ছি।

অনুষ্ঠানের উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন কমিটির সদস্য সচিব সামসুল হক রনির সঞ্চালনায় এবং বিএনপির নির্বাচন কমিটির আহ্বায়ক মো. আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন নাটোর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আজিজ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, কাজী শাহ আলম, জিএস সোহেল, বড়াইগ্রাম পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মৃধা উপস্থিত ছিলেন।

 

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.