শুক্রবার | ৯ জানুয়ারি, ২০২৬ | ২৫ পৌষ, ১৪৩২

মিথ্যা মামলা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে গোসাঁই আশ্রমের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের এবং বিভ্রান্তিকর সংবাদ প্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ফকির চাঁদ বৈষ্ণব গোসাই সৎসঙ্গ সেবা আশ্রমের পরিচালনা কমিটি।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নে অবস্থিত আশ্রম প্রাঙ্গণে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আশ্রম পরিচালনা কমিটির সভাপতি সঞ্জয় কুমার কর্মকার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আশ্রম পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান সেবায়েত পরমানন্দ সাধুসহ সাতজনের বিরুদ্ধে এক কোটি ৫০ লাখ টাকা আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ এনে মনিহারপুর গ্রামের সুধীর কুমার মণ্ডলের ছেলে উত্তম কুমার মণ্ডল গত ১৬ নভেম্বর নাটোর আমলি আদালতে একটি মামলা দায়ের করেন। একইসঙ্গে এ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন অনলাইন পোর্টাল ও পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
তিনি আরও অভিযোগ করেন, উত্তম কুমার মণ্ডল নিজেকে আশ্রম পরিচালনা কমিটির সভাপতি দাবি করে গত ৬ ডিসেম্বর দলবল নিয়ে জোরপূর্বক আশ্রম দখলের চেষ্টা চালান। তবে স্থানীয়দের সহযোগিতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। এরপর প্রতিহিংসার বশবর্তী হয়ে তিনি আদালতে মামলা দায়ের করেন এবং কিছু সাংবাদিককে ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশে প্রভাবিত করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, উত্তম কুমার মণ্ডলের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে আশ্রম পরিচালনা কমিটির পক্ষ থেকে বিজ্ঞ আদালতে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত উত্তম কুমার মণ্ডলের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তিনি বর্তমানে জেল হাজতে থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সংবাদ সম্মেলনে আশ্রম পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তারা মিথ্যা মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/০৮-০৩

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.