
আল-আমিন প্রামাণিক, নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে মো. পান্নু রহমান (১৮) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার (১১ জানুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মোঃ পান্নু রহমান ওই গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পান্নু রহমান মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। শনিবার সকাল আনুমানিক ১১টার দিকে তিনি নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করার চেষ্টা করে। তবে তার আগেই মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে।
সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/১১-০২