
নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে অবৈধভাবে আখ মাড়াই ও ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৩ জানুয়ারি, ২০২৫) দুপুরে রাজশাহী বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইব্রাহিম হোসেনের ভ্রাম্যমান আদালত উপজেলার নাগদাহ গ্রামে এ অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে আখ মাড়াই ও রাসায়নিক মিশ্রিত আখের ভেজাল গুড় তৈরির অপরাধে জামাল হোসেন নামের এক কারখানা মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত জামাল হোসেন একই গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে উপ-পরিচালক ইব্রাহিম হোসেন বলেন, নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেড (নবেসুমি) ও নাটোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় নর্থ বেঙ্গল সুগার মিলের উপ-মহাব্যবস্থাপক (কৃষি) মো. আসহাব উদ্দিন, নাটোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান, বাংলাদেশ পুলিশ ও আনসার ভিডিপির সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/১৩-০১