শুক্রবার | ১৬ জানুয়ারি, ২০২৬ | ২ মাঘ, ১৪৩২

গণভোটে জনগণের মতামতের প্রতিফলন নিশ্চিত হবে: অর্থ উপদেষ্টা

প্রাপ্তি প্রসঙ্গ ডেস্ক:
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আসন্ন গণভোটের মাধ্যমে জনগণের প্রকৃত ইচ্ছার প্রতিফলন ঘটবে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে প্রশাসনের কর্মকর্তারা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। একই সঙ্গে গণভোটের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে গণমাধ্যমেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি, ২০২৬) বিকেলে নাটোরের গুরুদাসপুর উপজেলা মিনি স্টেডিয়াম পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, গণভোটকে সফল করতে তিনি নিজেও বিভিন্ন জেলা সফর করে জনগণের মাঝে এর তাৎপর্য তুলে ধরছেন।
এদিকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়ে অর্থ উপদেষ্টা বলেন, পে-স্কেল সংক্রান্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তা বাস্তবায়ন করা হবে। এ বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। পে-স্কেল নির্ধারণে একটি কমিটি গঠন করা হয়েছে এবং তাদের সুপারিশ অনুযায়ী সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলেও উল্লেখ করেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান।
এছাড়া রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ সহ প্রশাসনের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ/১৬-০২

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.