শনিবার | ১৭ জানুয়ারি, ২০২৬ | ৩ মাঘ, ১৪৩২

শাবি প্রেসক্লাবের তিন দশক: স্মৃতিময় পদচারণয় মুখর ক্যাম্পাস

নিজস্ব প্রতিবেদক :
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় (শাবি) প্রেসক্লাবের ৩০ বছর পূর্তি ও ১ম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আয়োজনকে ঘিরে ক্যাম্পাসের সাবেক সাংবাদিকদের পদচারণয় মুখর হয়ে উঠে ক্যাম্পাস।
শনিবার (১০ জানুয়ারি ২০২৬) সকাল ৯টায় সাস্ট গোল চত্বরে কেক কাটা ও আনন্দ র‌্যালির মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দীন চৌধুরী। এরপর মিনি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শাবিপ্রবি ক্যাম্পাসে প্রেসক্লাবের ২০তম কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন হয়। দিনটি উদযাপন উপলক্ষে র‌্যালি, কেক কাটা, আলোচনা সভা, খেলাধুলা, সাংস্কৃতিক সন্ধ্যা ও র‌্যাফেল ড্র, বারবিকিউ পার্টিসহ বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন, লিডিং ইউনিভার্সিটি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজউদ্দিন, নর্থইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল, শাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাঈল হোসেন, যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, ইউএস বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (পাবলিক রিলেশন্স) ও ঢাকাপোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নুর, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শাবি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাবি প্রেসক্লাবের বর্তমান সভাপতি জুবায়েদুল হক রবিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভ। এছাড়া ‘ক্যাম্পাস সাংবাদিকতা: সহশিক্ষা কার্যক্রমের আবরণে ক্যাম্পাসের তৃতীয় চোখ’ শীর্ষক মুক্ত আলোচনায় সঞ্চালনা করেন শাবি প্রেসক্লাবের ১৪তম কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক ও বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটির পাবলিক রিলেশনের অ্যাসিসটেন্ট ডিরেক্টর ফয়জুল্লাহ ওয়াসিফ।


প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দীন চৌধুরী বলেন, ‘দায়িত্ব, আস্থা ও গৌরবের পথ পেরিয়ে তিন দশকে পদার্পণ করেছে প্রেসক্লাব। যাত্রার শুরু থেকেই প্রেসক্লাবের সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার্থীদের অধিকার ও নানা অসংগতির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। প্রেসক্লাবের সাবেক সদস্যদের অনেকেই বর্তমানে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমসহ বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন। তিন দশক ধরে সংগঠনটি তার ঐতিহ্য, পেশাদারিত্ব ও সাংবাদিকতার মান বজায় রেখে চলেছে। আমরা আশা করবো ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা অব্যহত থাকবে।’
এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রধান, কর্মকর্তাবৃন্দ, কর্মচারীবৃন্দ, সিলেট শহরের সাংবাদিকবৃন্দ, শাবি প্রেসক্লাবের সাবেক নেতৃবৃন্দ, ক্যাম্পাসের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল- মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি, নর্থ ইস্ট মেডিকেল কলেজ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ, স্টেপ ফুটওয়্যার, সামুজা ফাউন্ডেশন, ঢালী গ্রুপ, বনসাই ফুডস, আমিন মোহাম্মদ গ্রুপ, ইবনে সিনা, থ্রি লিফ টেকনোলজিস, সিলেট সিটি কর্পোরেশন প্রমুখ।
এতে বেভারেজ পার্টনার হিসেবে রয়েছে প্রাণ। স্পেশাল পার্টনার হিসেবে রয়েছে ইউএস বাংলা এয়ারলাইনস এবং বেলাভূমি রিসোর্ট এবং প্রিন্টিং পার্টনার হিসেবে রয়েছে রয়্যাল এড।


উল্লেখ্য, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব প্রতিষ্ঠালগ্ন (১১ জানুয়ারি ১৯৯৬) থেকে ক্যাম্পাস সাংবাদিকতার ক্ষেত্রে একটি দায়িত্বশীল ও শক্তিশালী একটি জীবন্ত সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে। তিন দশকের এই পথচলায় সংগঠনটি শাবিপ্রবির ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.