সোমবার | ২৬ জানুয়ারি, ২০২৬ | ১২ মাঘ, ১৪৩২

কর্মীর কুরুচিপূর্ণ বক্তব্যের দায়ে লালপুরে স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা

প্রাপ্তি প্রসঙ্গ ডেস্ক:
নাটোরের লালপুরে এক নির্বাচনী জনসভায় বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের ঘটনায় স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না—এ মর্মে তিনি মুচলেকা প্রদান করেছেন।
শনিবার (২৪ জানুয়ারি) লালপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাটোরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার বিকেলে লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশনসংলগ্ন কড়ইতলা এলাকায় স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর আয়োজিত নির্বাচনী সভায় নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রঞ্জিত কুমার সরকার বক্তব্য প্রদানকালে বিএনপির মনোনীত প্রার্থীকে উদ্দেশ করে অশালীন মন্তব্য করেন। বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, ‘একজন প্রার্থীর সভায় অন্য প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার দায়ে সংশ্লিষ্ট প্রার্থীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। তিনি ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না করার অঙ্গীকার করেছেন।’
জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেন, ‘জেলা বিএনপির একজন সদস্য হয়ে দলের মনোনীত প্রার্থীকে নিয়ে এ ধরনের বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বকে অবহিত করা হবে এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.