লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে মাসিক আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর ২০২৩) উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত আমান আজিজ, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এ কে এম শাহাব উদ্দিন, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসের ডিজিএম মো. রেজাউল করিম প্রমুখ।
সভায় আইন-শৃঙ্খলা, মাদক প্রতিরোধ, ভ্রাম্যমান আদালত, নিরাপদ সড়ক, বাল্যবিবাহ প্রতিরোধ, গ্রাম আদালতসহ সর্বজনিন পেনশন স্কিম কার্যক্রমের ওপর বিস্তারিত আলোচনা হয়।