নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুরের দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রাম এলাকায় এক কৃষকের কয়েক বিঘা জমির কলাগাছ কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৮ নভেম্বর ২০২৩) সন্ধ্যায় ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুর রহমানের ছেলে আছাদ মোল্লা বাদী হয়ে লালপুর থানায় দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫ জনকে আসামি করে লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী কৃষক আব্দুর রহমান পাবনার ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের আরকান্দি গ্রামের মৃত বাবর আলীর ছেলে।
ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুর রহমান বলেন, শুক্রবার রাতে কলা গাছগুলো কাটার খবর পেয়ে শনিবার ক্ষেত দেখতে জমিতে যান। জমির কলাগাছগুলো ধারালো অস্ত্রের সাহায্যে গোড়া থেকে কাটা হয়েছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ধার-দেনা করে কলার আবাদ করেছিলেন। কিন্তু এখন সে সবকিছু হারালেন।
তিনি আরও বলেন, পাঁচ ছয় মাস আগে পার্শ্ববর্তী লালপুর উপজেলা দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রামের আলাউদ্দিন আল আজাদের ছেলে আবুল কালাম আজাদের কাছ থেকে দেড় বিঘা জমি কটে (ইজারা) নিয়ে কলার আবাদ করেন। গত পাঁচ ছয় মাসে কেউ কখনো সে জমির মালিকানা দাবি করেননি। অথচ এখন ওই আবাদি জমি মালিকানা দাবি করে দিনে দুপুরে ফলন্ত ৫শ’ কলা গাছ কেটে ফেলেন ওই এলাকার হারেজ উদ্দীনের ছেলে শফিউল আলম (৪৫) ও আবুল হোসেনের ছেলে রাজুর (৩৫) নেতৃত্বে একদল যুবক।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।