নিজস্ব প্রতিবেদক,বড়াইগ্রাম, নাটোর
নাটোরের বড়াইগ্রামে কালোজিরা, সরিষা, মষনি, মসুর ডাল, কাউন, ভুট্টা, মুখ ডাউল ও আতপ চালের সমন্বয়ে আঁকা হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নাটোর-৪ আসনের সাংসদ ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী প্রতিকৃতি। আধুনিক প্রযুক্তি সম্পসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নায়ন প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা উপলক্ষ্যে কৃষকের পুঁজি শস্যদানা দিয়ে বৃহস্পতিবার এই প্রতিকৃতি আঁকা হয়। উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে এই চিত্রকর্ম তৈরি করে বড়াইগ্রাম উপজেলা কৃষি অফিস। প্রধান অতিথি হিসেবে নাটোর-৪ আসনের সাংসদ ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেলের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোয়াড়ী ইউপির সাবেক চেয়ারম্যান চাঁদ মাহমুদ, আওয়ামীলীগ নেতা জাকির হোসেন সরকার, কৃষি সম্পসারণ কর্মকর্তার মাহাদী হাসান, মেজবাহুল করিম প্রমূখ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানা বলেন, সুজলা, সুফলা শস্য শ্যামল এই বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধুর অবদান। তার লালিত স্বপ্নের বীজের ফসল এই বঙ্গভূমি। আর তাই বাঙালির প্রাণের কৃষি বীজ দিয়েই শ্রদ্ধা ভালোবাসায় গড়ে তোলা হয়েছে এই প্রতিকৃতি।
তিনি আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কৃষকদের আধুনিক প্রযুক্তি নির্ভতার মাধ্যমে তাদের উন্নায়নে কাজ করছেন। প্রযুক্তির মাধ্যমে শ্রমিক সংকট সমাধান করে কৃষকের আর্থ-সামাজিক উন্নায়নের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পুর্ণ করছেন।
সাংসদ ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, এই দেশের প্রধান শক্তি হচ্ছে কৃষক। এই কৃষকদের উন্নয়নে প্রযুক্তিতে সংযুক্ত করতে কাজ করছে সরকার।