নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিভাগের বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মার্চ) রাজশাহীর লক্ষীপুর ঝাউতলা হেলথ্ কেয়ার নার্সিং কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, লালপুর, নাটোরের প্রধান শিক্ষক সিমানুর রহমানের সঞ্চালনায় ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন-রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপ-সচিব) সৈয়দ মোস্তাক হাসান, নাটোর সদর হাসপাতাল (নাক, কান, গলা) বিভাগের কনসালটেন্ট, ডাঃ মুহাম্মদ আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট, (অ্যানেসথেসিওলজি) ডাঃ মোঃ নাজিম উদ্দিন (মুকুল), এমআরবি ট্যুরস এন্ড ট্রাভেলস্-এর ব্যবস্থাপক, এএসএম মোকাররেবুর রহমান নাসিম, হেলথ্ কেয়ার নার্সিং কলেজে, রাজশাহী, পরিচালক, মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের পরিচালক, আব্দুল হান্নান,রাজশাহী ক্যান্টনমেন্টের বিষেশায়িত প্রতিষ্ঠান প্রয়াস-এর অধ্যক্ষ, শফিকুল ইসলাম, রাজশাহী বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক, জান্নাতুন নাহার আভা প্রমুখ।
এছাড়াও রাজশাহী অঞ্চলের অর্ধশতাধিক বিশেষ শিক্ষক-কর্মচারী ইফতার মাহফিলে যোগ দেন।
আলোচনা সভায় বক্তরা বলেন, আজকের ইফতারের মধ্যে রাজশাহী বিভাগের বিশেষ শিক্ষকদের মধ্যে মেলবন্ধন তৈরি হবে। এই মেলবন্ধন বৃহত্তর রাজশাহী বিভাগের বিশেষায়িত প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য বড় শক্তি হিসেবে কাজ করবে।