রবিবার | ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১

নতুন জুতা ও শিক্ষা উপকরণ পেয়ে উচ্ছ্বাসিত প্রতিবন্ধী শিক্ষার্থীরা

আল আমিন।।
নতুন জুতা আমার খুব পছন্দ হয়েছে। নতুন জুতা পায়ে দিয়ে এভাবে আনন্দ উল্লাসে উচ্ছ্বাস প্রকাশ করে নাটোরের লালপুর উপজেলার ছায়া প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের অটিজম শাখার শিক্ষার্থী আব্দুল্লাহ সাফিন।
রবিবার (১৯ মে ২০২৪) দুপুরে উপজেলার ছায়া প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সিমানুর রহমানের সভাপতিত্ব আমেরিকার আইবিএম কোম্পানীর সিনিয়র কনসালটেন্ট প্রকৌশলী আব্দুল মালেক মিন্টুর আর্থিক সহযোগিতায় ৬৯জন শিক্ষার্থীদের এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু।
এসময় উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক ওয়াহেদুজ্জামান সরকার, ইসমাইল হোসেন ভাণ্ডারী, বিশিষ্ট ব্যবসায়ী আসলাম উদ্দীন, দুলাল উদ্দীন, সাংবাদিক আল আমিন সহ প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও বিশেষ চাহিদা সম্পর্ণ শিক্ষার্থীরা।
ব্রাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী রোকইয়ার মা অন্তরা পারভীন জানান, বিশেষ চাহিদা সম্পূর্ণ শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করায় তারা নিয়মিত ক্লাস করার ব্যাপারে আরো আগ্রহী হবে ।
বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থী রিমার মা মারুফা খাতুন জানান আমার স্বামী একজন ভ্যান চালক। পরিবারের চাহিদা পূরণে যেখানে হিমশিম খেতে হয় সেখানে বাচ্চাদের বাড়তি চাহিদা আমরা পূরণ করব কি করে। বিদ্যালয় থেকে শিক্ষা উপকরণ ও নতুন জুতা দেওয়ায় আমরা খুবই সন্তুষ্টি প্রকাশ করছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমান বলেন, বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পূর্ণ ৬৯জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন নতুন জুতা ও শিক্ষা উপকরণ বিতরণ করায় এসব শিক্ষর্থীদের মাঝে উদ্দীপনা বাড়বে ও নিয়মিত ক্লাস করার জন্য অনুপ্রাণিত হয়ে আগ্রহ প্রকাশ করবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.