শনিবার | ১৭ জানুয়ারি, ২০২৬ | ৩ মাঘ, ১৪৩২

লালপুরে যুবকের আত্মহত্যা 

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুরে গলায় ওড়ানা পেচিয়ে এক যুবক আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
বুধবার (২৯ মে ২০২৪) দুপুর আড়াই টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের শিবনগর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায় শিবনগর গ্রামের ভুট্রু মন্ডলের ছেলে শামীম আহমেদ (৩০) দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। ঘটনার দিন মাথার যন্ত্রণা সহ্য করতে না পেরে পরিবারের লোকজনের অগোচরে পিতার শয়ন ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে পড়লে আত্মীয়-স্বজন তাৎক্ষণিক জানতে পেরে ঝুলন্ত অবস্থা থেকে মাটিতে নামালে ঘটনাস্থলেই শামীম মারা যায়। আত্মীয় স্বজনের কাছ থেকে প্রাথমিকভাবে জানা যায় তার মাথায় সমস্যা ছিল পাবনা মানসিক হাসপাতালে তার চিকিৎসা চলছিলো।   এব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ  নাছিম আহমেদ জানান এ বিষয়ে লালপুর থানায় একটি অপমৃত্যু  মামলা হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.