শনিবার | ১৭ জানুয়ারি, ২০২৬ | ৩ মাঘ, ১৪৩২

লালপুরে আইসক্রিম ফ্যাক্টরীকে জরিমানা করল ভোক্তা অধিকার 

নিজস্ব প্রতিবেদক।।
লালপুরে শ্রাবণী আইসক্রিম ফ্যাক্টরীকে ৮০ হাজার টাকা জরিমানা করা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে উপজেলার লালপুর বাজারে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর’র সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর অভিযান চালিয়ে  এজরিমানা করেন।
মেহেদী হাসান তানভীর বলেন, র‍্যাব-৫ সিপিসি- ২ এর সহযোগিতায় উপজেলার লালপুর বাজারে শ্রাবণী আইসক্রিম ফ্যাক্টরিতে পণ্যের নকল উৎপাদনের অপরাধে ৫০ ধারায় ৮০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়। তিনি আরো জানান  জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.