শনিবার | ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১

লালপুরে শহীদ মমতাজ উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক।।

লালপুরে নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য একুশে মরোণোত্তর পদক প্রাপ্ত  বীর মুক্তিযোদ্ধা শহীদ  জননেতা মমতাজ উদ্দিন এর ২১ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন২০২৪) বিকেলে চংধুপইল ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে উপজেলার করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।চংধুপইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লালপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শহীদ মমতাজ উদ্দিন এর পুত্র শামীম আহমেদ সাগর।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লালপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আ.স.ম মাহমুদুল হক মুকুল, লালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও লালপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা,  দুয়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম লাভলু, আড়বাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলেছুর রহমান, লালপুর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্টু, শ্রমিকলীগ সভাপতি সাইদুর রহমান, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ । এসময় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বদিউর রহমান বদর,নুরে আলম সিদ্দিকী , যুগ্ন সম্পাদক  আলতাব হোসেন , সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন  নব-নির্বাচিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাফুজা খাতুন শাপলা, কদমছিলান ইউনিয়নে চেয়ারম্যান  আনছারুল হকসহ উপজেলা আওয়ামী লীগ,  যুবলীগ,  ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা  ।

উল্লেখ্য ৬ জুন ২০০৩ সালে রাত ১০টার দিকে গোপালপুর থেকে নিজবাড়ি মিল্কিপাড়ায় ফেরার পথে গোপালপুর-আব্দুলপুর সড়কের দাইঁড়পাড়া নামক স্থানে বীর মুক্তিযোদ্ধা নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ উদ্দিনকে কিছু দুস্কৃতিকারীরা কুপিয়ে হত্যা করে। তার এই অকাল মৃত্যুতে লালপুরের আ.লীগ নেতৃত্বশূণ্য হয়ে পরে।

২০০৩ সালের ৭ জুলাই বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শহীদ জননেতা মমতাজ উদ্দিনের স্মরণে করিমপুর সরকারী উচ্চ বিদ্যালয়ে মাঠে এক স্মরণ সভা করেন।

শহীদ মমতাজ উদ্দিন স্মৃতির স্মরণে দাঁইড়পাড়া নামক স্থানে চিরঞ্জিব শহীদ মমতাজ উদ্দিন নামে একটি স্মরণ সৌধ তৈরী করা হয়। তৎকালীন ২০০৪ সালের ৬ জুন বাংলাদেশ আ.লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল জলিল স্মরণ সৌধটি উদ্বোধন করেন। এর পর থেকে প্রতিবছর ৬ জুুন লালপুর-বাগাতিপাড়া উপজেলার আ.লীগও তার সহযোগি সংগঠন ও মমতাজ উদ্দিনের পরিবারের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত, স্মরণ সভার মধ্যদিয়ে এই দিনটি পালন করে আসছে।

মুক্তিযুদ্ধে অসাধারণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২৩ সালে মুক্তিযুদ্ধে একুশে পদক (মরণোত্তর) প্রদান করে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.