নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুর থেকে প্রকাশিত অনুমোদিত দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদকদের সংগঠন ‘লালপুর উপজেলা এডিটরস ফোরাম’ এর জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর ২০২৪) সন্ধ্যায় হাসপাতাল গেটে একটি ভবনে সংগঠনের সভাপতি ও দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ ইমাম হাসান মুক্তির সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাপ্তাহিক পদ্মা প্রবাহের সম্পাদক মোজাম্মেল হক, সাপ্তাহিক শহীদ সাগর পত্রিকার সম্পাদক সাদ আহমেদ, লালপুর বার্তা সম্পাদক আব্দুল মোত্তালেব রায়হান ও দৈনিক মাটির দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শোভন আমিন।
সম্পাদকরা তাঁদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসহ আলোচনায় বলেন, লালপুর থেকে প্রকাশিত পত্রিকার সম্পাদকরা ঐক্যবদ্ধ আছেন। সম্পাদকসহ যে কোন সাংবাদিকের সমস্যায় তাঁরা সহযোগিতার সিদ্ধান্ত নেন। সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় সম্পাদকরা প্রস্তুত আছেন। কোন ব্যক্তি বা দল সাংবাদিকদের সাথে ঐদ্ধত্ব দেখালে সংবাদ বর্জনসহ বিভিন্ন কর্মসূচি দেওয়ার কথা বলেন।