শুক্রবার | ৩ জানুয়ারি, ২০২৫ | ১৯ পৌষ, ১৪৩১

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

নাটোর প্রতিনিধি :
‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্য নিয়ে নাটোরের লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে।
রোববার (১৩ অক্টোবর ২০২৪) এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে র‌্যালী, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।


উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম নাজিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, একাডেমিক সুপারভাইজার সা’দ আহমাদ শিবলী, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মো. মজহিরুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. জাহিদ হোসেন, উপজেলা তথ্য, যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমসহ সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও সুধিজন।


এ সময় লালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মাস্টার আব্দুস সালাম শেখ দুর্যোগ প্রশমন বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। ফায়ার ফাইটার আল মামুন ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া উপস্থাপন করেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.