মঙ্গলবার | ১৪ জানুয়ারি, ২০২৫ | ৩০ পৌষ, ১৪৩১

গ্লোবাল এটমিক কুইজ জিতে রাশিয়া ভ্রমণের সুযোগ

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা:
রবিবার (১০ নভেম্বর) বিশ্ব বিজ্ঞান দিবস উদযাপন উপলক্ষ্যে রাশিয়ার রাস্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রসাটম অনলাইনে একটি বৈশ্বিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। এর মূল লক্ষ্য হলো তরুণ প্রজন্মের মাঝে পরমাণু বিষয়ে সচেতনতা সৃষ্টি। গ্লোবাল এটমিক কুইজ এ বছর পঞ্চম বর্ষপূর্তি উদযাপন করছে। সারাবিশ্বের শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতাটি ১৩টি ভাষায় আয়োজন করা হচ্ছেঃ ইংরেজি, রুশ, বাংলা, হাঙ্গেরীয়, স্প্যানিশ, পর্তুগীজ, কিরগিজ, কাজাখ, মংগোলীয়, তুর্কী, উজবেক, আরবী এবং ইন্দোনেশীয়। রসাটমের মিডিয়া প্রেরীত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুইজ প্রতিযোগীতা এবং বিজয়ী প্রথম তিনজনের রাশিয়া ভ্রমণের খবর জানানো হয়েছে।

রসাটম জানায়, কুইজে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করার সাথে সাথে আকর্ষনীয় পুরস্কার লাভেরও সুযোগ থাকবে। অংশগ্রহণকারীদের সামনে পরমাণু বিজ্ঞানের বিষ্ময়কর বিভিন্ন দিক এবং এর বৈচিত্র্যময় ব্যবহারের জগত উন্মোচিত হবে। ২৫টি প্রশ্নের উত্তর দেবার জন্য অংশগ্রহণকারীরা ১০ নভেম্বর ২৪ ঘন্টা সময় পাবেন। প্রশ্নের জটিলতার মাত্রা এবং বিষয়ে ভিন্নতা আনা হয়েছে। গ্লোবাল এটমিক কুইজের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষ্যে এবারের আয়োজনে প্রশ্নগুলোকে পাঁচটি গ্রুপে ভাগ করা হয়েছে, যার প্রতিটিতে পরমাণূ বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহারের একটি মূল ক্ষেত্র স্থান পেয়েছে। এসকল ক্ষেত্রগুলো হলোঃ এনার্জী ও পরিবেশ, পরমাণু বিজ্ঞান, শিল্প ও পরিবহণ, স্বাস্থ্য, এবং খাদ্য ও কৃষি।

রবিবার (১০ নভেম্বর) quiz.atomforyou.com ওয়েবাসাইট ভিজিট করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে। আগ্রহী প্রতিযোগীদের সহায়তার জন্য ওয়েবসাইটে বেশ কিছু ইনফোগ্রাফিক দেয়া আছে, যার মাধ্যমে পরমাণু প্রযুক্তির বিবিধ ব্যবহার সম্পর্কে ইঙ্গিত রয়েছে।

এছাড়াও, বাংলাদেশে পূর্ব-নিবন্ধীকৃতদের জন্য লিখিতভাবে প্রায় একই ধরণের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ঈশ্বরদীর পারমাণবিক তথ্যকেন্দ্র এবং ১১ নভেম্বর ঢাকার নভোথিয়েটারে অবস্থিত পরমাণু শক্তি তথ্যকেন্দ্র এবং ধানমন্ডির রাশিয়ান হাউজে লিখিত কুইজের অয়োজন করা হয়েছ। এসকল কুইজ অনুষ্ঠানে বিশিষ্ঠ বিশেষজ্ঞরা প্রতিটি প্রশ্নের উত্তর নিয়ে বিশদ আলোচনা করবেন। বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় ইলেকট্রনিক গ্যাজেট এবং সার্টিফিকেট।

প্রত্যেক প্রতিযোগীকে একটি করে ডিজিটাল সার্টিফিকেট প্রদান করা হবে। শীর্ষ ১০০ জন বিজয়ী প্রত্যেকে একটি অনন্য এটমিক পাজল উপহার হিসেবে পাবেন। তবে, সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার রয়েছে শীর্ষ তিন বিজয়ীর জন্য। তাদেরকে রাশিয়া ভ্রমণে নিয়ে যাওয়া হবে। আগামী ২২ নভেম্বর কুইজের ওয়েবসাইটে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.