বৃহস্পতিবার | ৫ ডিসেম্বর, ২০২৪ | ২০ অগ্রহায়ণ, ১৪৩১

জমকালো আয়োজনে ঈশ্বরদীর জয়নগরে “রুফটপ রেস্টুরেন্টের” উদ্বোধন

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা:
দেশি-বিদেশি সুস্বাদ বাহারি খাবারের সমাহার নিয়ে ঈশ্বরদীর জয়নগরে যাত্রা শুরু করল রুপপুর রুফটপ রেস্টুরেন্ট। রবিবার (১ডিসেম্বর) বিকালে উপজেলার জয়নগর শিমুলতলায় খায়রুল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান খায়রুল ইন্টারন্যাশনাল হোটেলের ষষ্ঠতলায় জমকলো আয়োজনের মধ্য দিয়ে  দৃষ্টিনন্দন এ রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়।
খায়রুল গ্রুপ অব ইন্ডাস্ট্রির স্বত্বাধিকারী আলহাজ্ব খায়রুল ইসলামের সভাপতিত্বে ও দৈনিক কালবেলা পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি আমিরুল ইসলাম রিংকুর সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে স্বাগত বক্তব্য দেন, সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের আহবায়ক আলহাজ্ব সুমার খাঁন, যুগ্ম আহবায়ক ববি সরদার, খায়রুল গ্রুপ অব ইন্ডাস্ট্রির (সিও)  মুনেম তাজওয়ার অহিন।
এসময় সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান মুকুল, ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক শরিফুজ্জামানসহ আমন্ত্রিত দেশি বিদেশি অতিথি, ব্যবসায়ী, সাংবাদিক, ব্লগার ও সূধিজন উপস্থিত ছিলেন।
জানা গেছে , সপ্তাহে সাতদিন‌ই দুপুর থেকে রাত ৯ টা পর্যন্ত  দেশি বিদেশী নাগরিকদের রুচিসম্মত খাবার পরিবেশন করবে রেস্তোরাঁটি।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.