বৃহস্পতিবার | ৫ ডিসেম্বর, ২০২৪ | ২০ অগ্রহায়ণ, ১৪৩১

মাদকের অভিযানে ঈশ্বরদীতে হেরোইন-ইয়াবাসহ ১জন আটক

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ‘খ’ সার্কেল ঈশ্বরদীর অভিযানে হেরোইন ও ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে ‘খ’ সার্কেলের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে উপজেলার মুলাডুলি রেলস্টেশন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় ৬ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত মাদক কারবারি মুলাডুলি ইউনিয়নের মৃত খলিল ফকিরের ছেলে মুন্নাফ হোসেন ওরফে মুন্না ।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবী আটককৃত মুন্নাফ হোসেন একজন চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত।

পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, আটককৃত মুন্নাফ হোসেন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদকদ্রব্য হেরোইন, ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদক দেশের বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করে আসছিল। আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক বহন ও মাদক বিক্রয়ের অভিযোগে ঈশ্বরদী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.