বুধবার | ১৮ ডিসেম্বর, ২০২৪ | ৩ পৌষ, ১৪৩১

বাড়ির গেটে মুদি দোকানদারকে কুপিয়ে হত্যা

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে সাইফুল ইসলাম (৫৫) নামের এক মুদি দোকানদারকে বাড়ির গেটের সামনে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এতে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর ২০২৪) দিবাগত রাতে উপজেলার অর্জুনপুর-বরমহাটি (এবি) ইউনিয়নের বামনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে স্কুলমোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম ওই গ্রামের এবাদত মুন্সির ছেলে।
স্থানীয় ও লালপুর থানা সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে তার বাড়ির গেটের সামনে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়।
নিহতের ছোট ভাই শাহিনুল ইসলাম জানান, বামনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড়ে দীর্ঘ ২০ বছর ধরে তিনি মুদি দোকানে ব্যবসা করছেন। রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় বাড়ির গেটে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা।
নিহতের ভাতিজা রফিকুল ইসলাম টুটুল জানান, রাতে কে বা কারা কি কারণে তার চাচাকে বাড়ির গেটের সামনে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে তা জানা নেই। এই হত্যার সাথে জড়িতদের আটক করে বিচারের দাবি জানান তিনি।
এবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলাম বলেন, নিহত সাইফুল ইসলাম তাঁর ইউনিয়নের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য (মেম্বার) ছবি খাতুনের স্বামী। বামনগ্রাম স্কুল মোড়ের একজন মুদি দোকানদার। হত্যাকান্ডের বিষয়টি খুবই দুঃখ জনক। এ হত্যাকান্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে আটক করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত মুদি দোকানদারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোরে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের সঠিক কারণ উদঘাটন ও হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.