বুধবার | ১৮ ডিসেম্বর, ২০২৪ | ৩ পৌষ, ১৪৩১

জেনাস মেধাবিকাশ শিক্ষাবৃত্তি প্রদান

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে ২০২৩-২০২৪ সেশনে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে জেনাস মেধাবিকাশ শিক্ষাবৃত্তি প্রদান ও ক্যারিয়ার কাউন্সিলিং অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর ২০২৪) উপজেলার ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় হলরুমে জেনাস স্যোসাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন (জিএসডিও) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক (অবসরপ্রাপ্ত) ড. মো. ওমর আলী।


জিএসডিও-র চেয়ারম্যান হাসানুজ্জামানের সভাপতিত্বে ও হাফেজ মো. শোয়াইব আহমদ ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লালপুর প্রেসক্লাবের সভাপতি সালাহ উদ্দীন, ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের অধ্যক্ষ মো. সিমানুর রহমান, মো. সাব্বির আহমেদসহ সাধারণ শিক্ষার্থী, শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী, সংস্থার নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীবৃন্দ।
উল্লেখ্য, জেনাস স্যোসাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন (জিএসডিও) মানবতার সেবায় নিবেদিত একটি অরাজনৈতিক অলাভজনক স্বেচ্ছাসেবী সামাজিক প্রতিষ্ঠান। ‘মানবতার প্রতি সমর্থন, সমাজের উন্নয়ন’ শ্লোগানকে সামনে রেখে অনগ্রসর হতদরিদ্র অসহায় মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্যসেবা, জরুরী ত্রান, খাদ্য সহায়তা, আত্মকর্মসংস্থান, পূনর্বাসন ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।
সংস্থাটি শিক্ষাবৃত্তি প্রদান ছাড়াও মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ প্রদান করে। জেনাস তা’লিমুল কোরআন মাদরাসার ৪টি শাখায় প্রায় ২৫০ জন কোমলমতি শিশুদের সহীহ কোরআন ও দ্বীনি ইলম শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.