মঙ্গলবার | ৪ নভেম্বর, ২০২৫ | ১৯ কার্তিক, ১৪৩২

আমন ধানের ব্যাপক ক্ষতি, লোকসানের মুখে কৃষক

নাটোর প্রতিনিধি :

নাটোরের লালপুরে হঠাৎ ভারী বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় মাঠজুড়ে নুয়ে পড়েছে সোনালি ধানের শীষ। ঘরে তোলার স্বপ্নপূরণের অপেক্ষায় থাকা কৃষকদের মুখে এখন শুধু হাহাকার। হেমন্তের এই সময়ে মাঠে সোনার ফসল দেখে যে আনন্দের জোয়ার ওঠার কথা ছিল, সেই মাঠেই এখন হতাশার ছায়া।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ৩০ অক্টোবর থেকে ১’লা নভেম্বর পর্যন্ত লালপুরে প্রায় ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাতাসের গতিবেগও ছিল স্বাভাবিকের চেয়ে বেশি। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারের অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন। এতে উপজেলার বিভিন্ন এলাকার ধানক্ষেতে দেখা দিয়েছে ব্যাপক ক্ষতি।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে লালপুরে ৯ হাজার ১৮৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে প্রায় ২০০ হেক্টর জমির ধান হেলে পড়েছে।

অমৃতপাড়া গ্রামের কৃষক মো. মান্নান আলী (৪৫) কণ্ঠ ভারী করে বলেন,“আর কয়েক দিনের মধ্যেই ধান কাটতাম ভাই, কিন্তু হঠাৎ বৃষ্টিতে সব ধান মাটিতে পড়ে গেল। যা খরচ করেছি, সেটাও আর উঠবে না।”

একই কষ্টের কথা শোনালেন হাশিমপুর গ্রামের কৃষক সুশান্ত কুমার পাল (৩৯)। তিনি বলেন,“ধান রোপণের সময় অতিবৃষ্টিতে অনেক বীজতলা নষ্ট হয়েছিল, অনেক জমিতে দ্বিতীয়বার নতুন করে চারা রোপণ করতে হয়েছে। তাতে খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ। এখন এই ক্ষতি কীভাবে সামলাব, তা বুঝে উঠতে পারছি না।”

শুধু ধান হেলে পড়া নয়, বৃষ্টির পর শুরু হয়েছে নতুন বিপদ। মাঠে মাঠে দেখা দিয়েছে পচন রোগ ও পোকার আক্রমণ। কৃষকরা একে “মরার ওপর খাঁড়ার ঘা” বলে অভিহিত করেছেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় জানান, বৈরী আবহাওয়ার কারণে নরম দানা ও পুষ্ট দানা পর্যায়ের ধানে বেশি ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন,“কৃষকদের আমরা পরামর্শ দিচ্ছি যেন জমি থেকে দ্রুত পানি অপসারণ করেন এবং হেলে পড়া ধান ৪-৫ গোছা করে একসঙ্গে বেঁধে দেন। পাশাপাশি পচন রোগ ও পোকার আক্রমণ ঠেকাতে কীটনাশক ব্যবহার ও অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।”

গ্রামের কৃষকদের চোখে এখন একটাই প্রশ্ন— এই ক্ষতি তারা কীভাবে পুষিয়ে নেবেন? প্রাকৃতিক দুর্যোগের আঘাতে তাদের সেই প্রশ্নের উত্তর এখনও অজানাই রয়ে গেছে।

 

সম্পাদনায় : রাশিদুল ইসলাম রাশেদ

সাব এডিটর, প্রাপ্তিপ্রসঙ্গ

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.